Weather Update:  ফাল্গুন মাস বিদায়ের আগে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা,জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

0
139

দেশের সময় ওয়েবডেস্ক:কয়েক দিনের মধ্যেই বিদায় নিতে চলেছে ফাল্গুন মাস। কিন্তু বিদায়পর্বে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। যা ঘিরে অস্বস্তি বাড়ল খানিকটা। আজ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি বেড়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী দুই তিনদিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির গণ্ডি পেরোবে।

কোথায় কোথায় বৃষ্টি হবে?

বৃহস্পতিবার–উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুক্রবার–দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।


শনিবার–কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হতে পারে।
রবিবার–কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিস সূত্রে খবর, ছত্তিশগড় থেকে কর্নাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব জোরাল উত্তরপশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর ফলে রবিবার পর্যন্ত বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, ছত্তিশগড় থেকে কর্নাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব জোরাল উত্তরপশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর ফলে রবিবার পর্যন্ত বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। এর পাশাপাশি কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কমলেও, শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাতে।

Previous articleCAA Notificationসিএএ নিয়ে মমতাকে বিঁধলেন শাহ, ‘মিথ্যা রাজনীতি’ না করার আর্জি স্বরাষ্ট্রমন্ত্রীর
Next articleLok Sabha Election 2024 বিজেপিতেই ফিরছেন অর্জুন সিং, জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করলেন নিজেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here