দেশের সময় ওয়েবডেস্কঃ বুধবারও দক্ষিণবঙ্গে রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা।

যা জারি থাকতে পারে, কাল অর্থাৎ বৃহস্পতিবার অবধি। একাধিক জেলায় বুধবার বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে বুধবারের পর উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমার আশঙ্কা। ৭ তারিখের পর দক্ষিণবঙ্গেও বৃষ্টির প্রভাব কমবে। 

ইদের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে ঝড়বৃষ্টি হয়েছে, তার পিছনে রয়েছে একটি অক্ষরেখা। যা ঝাড়খণ্ড থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার সঙ্গে অফুরন্ত জলীয় বাষ্পের জোগান দিয়ে চলেছে বঙ্গোপসাগর। যার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে এমন ঝড়বৃষ্টি হয়েছে মঙ্গলবার। যা জারি থাকার কথা আজ ও কাল। তবে হাওয়া অফিস বৃহস্পতিবার থেকে দক্ষিণ আন্দামান সাগরে যে নিম্নচাপ দানা বাঁধতে চলেছে, তার উপর নজর রাখছে।

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, আপাতত নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে। আগামী সপ্তাহে সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে ধেয়ে আসতে পারে ওড়িশা এবং বাংলা উপকূল অভিমুখে। তবে হাওয়া অফিসের মতে, ঘূর্ণিঝড় তৈরি হলেও উপকূলে আসতে আসতে তার শক্তিক্ষয় হতে পারে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here