দেশের সময় ওয়েবডেস্কঃ চৈত্রের শুরুতেই প্রায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। দোলে তাপমাত্রা বাড়ার আরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী তিনদিন আরও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজ বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। এই সর্বনিম্ন তাপমাত্রা রাতারাতি প্রায় ৩ ডিগ্রি বেড়ে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস হবে আগামী দিনে।
মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বেড়ে হতে চলেছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে ৯০ শতাংশ। তবে বুধবার গোটা দিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই। বলা ভাল, আগামী চার থেকে পাঁচ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
দিনের বেলার গরম বাড়বে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। দেশের বাকি অংশেও বাড়ছে তাপমাত্রার পারদ৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়া অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের কিছু রাজ্যেও। দেশের বাকি অংশে গরম বাড়বে।
ইতিমধ্যেই ৪০ ডিগ্রি তাপমাত্রা পৌঁছেছে গুজরাটের বেশ কিছু এলাকায়। এছাড়াও পশ্চিম রাজস্থান, কঙ্কন, কেরালা সহ বেশ কিছু রাজ্যে তাপমাত্রা এখনই ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। তবে গরম পড়লেও সেভাবে আর্দ্রতার বাড়াবাড়ি এখনও দেখা যাচ্ছে না। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে শুকনো গরমের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।