দেশের সময় ,কলকাতা :সোমবার সকাল থেকেই মুখ ভার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের। পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের মতো রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলোয় এদিন সকালে একপ্রস্ত ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে। বিকেল বা সন্ধ্যাবেলা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। সোমবার রাজ্যজুড়ে এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের বেশ কয়েকটি জেলা।
উত্তরবঙ্গের যে জায়গাগুলো হিমালয়ের একেবারে কোলে রয়েছে, দার্জিলিং ও কলিম্পংয়ের সেই পার্বত্য এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শীতের শেষ আমেজটুকু কাটিয়ে বাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গ যখন দীর্ঘ গরমের প্রস্তুতি শুরু করে দিয়েছে, তখনই আবহাওয়ার এমন নাটকীয় পরিবর্তন কেন?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে রাজ্যের দিকে জলীয় বাষ্প প্রবেশের কারণেই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে। তার সঙ্গে ৩০-৪০কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। তার পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের কয়েকটি জেলাও। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা বলছেন, ‘নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকে পড়ার জন্য এমন হয়েছে। ওই ঝঞ্ঝার প্রভাবে প্রথমে কাশ্মীর ও হিমাচল প্রদেশে নতুন করে তুষারপাত হয়েছে। এবার ওই ঝঞ্ঝা বাংলার দিকে এগিয়ে আসার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।’ কোনও কোনও জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছেন আবহবিদরা। রবীন্দ্রর বক্তব্য, বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা মোটের উপর কমই থাকবে। তবে তার পর থেকে তাপমাত্রা আবার একটু করে বাড়তে শুরু করবে।