Weather Update: ‌দক্ষিণবঙ্গে আজ ঝড় – বৃষ্টি?‌ জেনে নিন আবহাওয়ার আপডেট

0
831

দেশের সময় ওয়েবডেস্ক:‌ তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর।কবে আসবে ঝড় – বৃষ্টি?‌ চাতক পাখির মতো অপেক্ষা। তবে নতুন বছরে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর।  এটা ঘটনা পয়লা বৈশাখে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ভাগ্যে জোটেনি। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ।

বিকেলের দিকে দু–এক পশলা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও তাতে পুরোপুরি অস্বস্তি কাটবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের মতে, আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। কলকাতায় দু–এক পশলা বৃষ্টি হতে পারে। আপাতত হাওড়া, হুগলি–সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী পাঁচ দিনে তাপমাত্রার বদল খুব একটা হবে না। 

Previous articleBy-Elections Update: রাজ্যে উপনির্বাচনের দুই কেন্দ্রেই এগিয়ে তৃণমূল, বালিগঞ্জে চতুর্থ স্থানে বিজেপি!‌ আসানসোলও দখল করবে তৃণমূল?
Next articlePunjab: ‌কথা রাখল আপ, জুলাই থেকেই পাঞ্জাববাসীর জন্য ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here