দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল থেকেই আকাশের মুখ ভার । আগামী ঘণ্টাখানেকের মধ্যেই বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণায়। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তাই বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে৷
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে মুষলধারে ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও প্রবল বর্ষণের সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি বাড়বে উত্তরের পাঁচ জেলায়।
কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। নাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতায় গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রির থেকে সামান্য কমে হয় ২৬.৯ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় ১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ শনিবার ও আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই অন্তত ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূলের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হবে। জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
দক্ষিণ-পশ্চিমের বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প যাবে উত্তরবঙ্গ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মেঘের ঘনঘটা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম সম্ভাবনা আপাতত ৪/৫ দিন নেই।
উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আজ থেকে আগামী পাঁচদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ডুয়ার্সের নদীর জলস্তর বাড়তে পারে বলে সতর্কতা জারি হয়েছে। পাহাড়ে ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আলিপুর আওয়া দফতরের আবহাওয়াবিদেরা জানাচ্ছেন , বঙ্গোপসাগরে কোন সিস্টেম বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত বা অক্ষরেখাসহ কোনও সিস্টেম না থাকলে একটানা বর্ষা হবে না। এই মুহূর্তে কোন সিস্টেম না থাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাত হতে পারে ৷.