Weather Update: গরম থেকে স্বস্তি! আজই ঝেঁপে বৃষ্টি বঙ্গে, আবহাওয়ার আপডেট জানুন

0
861

দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।

হাঁসফাঁস গরম থেকে অবশেষে রেহাই মিলতে চলেছে আজ। নববর্ষে পা দেওয়ার আগেই তীব্র গরম থেকে স্বস্তি পেতে চলেছেন সাধারণ মানুষ।  আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তাছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  উত্তরবঙ্গে যদিও গত এক সপ্তাহ ধরেই হালকা বৃষ্টি হচ্ছে। 

রাজ্যের অন্যান্য জেলায় চৈত্রের দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। চলতি সপ্তাহে কি দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে? আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পয়লা বৈশাখের আগেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।  সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরমের দাপট।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ।  আরও পড়ুন:  ‌‘‌আত্মনির্ভর’‌ ভারতের দিকে আরও এক ধাপ, দেশে তৈরি প্রথম যাত্রীবাহি বিমানের যাত্রা শুরু 

আগামী ৫ দিন উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। আজ, বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলা পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

Previous articleTrekking:হেঁটে আসুন হিমবাহের মধ্যে , ট্রেকিংয়ের স্বর্গরাজ্য পিণ্ডারী রুট!
Next articleবাঁচার আশা ! বোতলে প্রস্রাব করে সেটাই খেতে বাধ্য হন ,দেওঘর রোপওয়েতে দুর্ঘটনায় আটকে পড়াদের দুঃসহ যন্ত্রণার অভিজ্ঞতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here