দেশের সময় ওয়েবডেস্কঃ সাইক্লোন সিত্রাং যাওয়ার পর থেকেই একটু একটু করে পারদ নামতে শুরু করেছে। আর শনিবার তো কলকাতার পারদ নামল ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। জেলায় আরও বেশি ঠাণ্ডার আমেজ অনুভূত হচ্ছে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার যা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ৪ ডিগ্রি পারদ পতন হয়েছে। গত ১০ বছরে অক্টোবরে কলকাতার শীতলতম দিন আজ অর্থাৎ শনিবার। শেষবার অক্টোবরে পারদ ২০ ডিগ্রির নীচে নেমেছিল ২০১২ সালে, ২৮ অক্টোবর। সেবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি। এবার তারও নীচে পারদ।
আবহবিদরা জানাচ্ছেন, বায়ুমণ্ডল থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব সরে যেতেই উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে৷ ফলে জলীয় বাষ্পের পরিমাণ কমে গিয়ে শুষ্ক আবহাওয়ার কারণেই শীতের আমেজ অনুভূত হচ্ছে৷
হাওয়া অফিসের মতে, শনিবার সকালের দিকে মনোরম আবহাওয়া থাকবে। কিছু এলাকায় শিশির বা কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। হাওয়া অফিসের মতে, উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়ছে। দক্ষিণা বাতাসের প্রভাব কমছে। জলীয় বাষ্পের পরিমাণও কমছে বাতাস থেকে।
শুষ্ক আবহাওয়ায় কার্যত শীতের আগাম বার্তা আসতে শুরু করেছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ পারদ নামতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস, জেলায় জেলায় শীতের আমেজ বজায় থাকবে সকাল সন্ধ্যায়। নভেম্বরের মাঝামাঝি দিনভর শীতের আমেজ বাড়বে জেলাতে, এমনই অনুমান আবহাওয়াবিদদের। সিত্রাং চলে যেতেই উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়ছে বাংলায়।
রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ৪-৫ দিন ধরে শুষ্ক আবহাওয়াই থাকবে। দখিনা বাতাসের প্রভাব কমবে, উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জেলায় জেলায় শীতের আমেজ থাকবে সকাল ও সন্ধ্যেবেলায়।
কলকাতায় সকালে মনোরম পরিবেশ বেলা বাড়লে তা উধাও হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ পারদ নামতে শুরু করবে। আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় শুষ্ক আবহাওয়া এবং উত্তুরে হওয়া থাকায় শীতের আমেজ থাকবে বাংলা জুড়ে। উপকূল ও পার্বত্য এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির দেখা মিলতে পারে৷