দেশের সময়,কলকাতা:মাসের প্রথমদিনেই আকাশের মুখভার। সোমবার ভোর থেকে ঝেঁপে বৃষ্টি জেলায় জেলায়। শ্রাবণের এই অঝোর ধারায় রেইনি ডে পরিস্থিতি বাংলায়।
রাজ্যে রাজ্যে বর্ষা-বিপর্যয়। অগাস্ট-সেপ্টেম্বরে আরও বিপর্যয়ের আশঙ্কা করছে আবহাওয়া দফতর। বর্ষার বাকি দু’মাসে ৬ শতাংশের বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও অতিবৃষ্টির আভাস রয়েছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর দিল বড় খবর। গাঙ্গেয় বাংলার ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, আর তাতেই সক্রিয় বর্ষা। চলছে নাগাড়ে বৃ্ষ্টি।
ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষেরেখা, এই দুইয়ের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক জেলায় দুর্যোগ, দুর্ভোগ বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দফায় দফায় ভারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। জারি হলুদ সতর্কতা। অতি ভারি বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। যার জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। শুক্রবার ভারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে দক্ষিণের প্রায় প্রতিটি জেলায়।
আজ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবারেও এই দুই জেলায় ভারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে উপরের পাঁচটি জেলাতেই বাড়বে বৃষ্টির দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর বলছে, বর্ষার বাকি ২ মাসে ৬ শতাংশের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দেশে। বর্ষার প্রথম দুমাসে গোটা দেশে বৃষ্টি বেশি হলেও, বাংলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। কিন্তু মৌসম ভবন বলছে, এবার আগামী ২ মাসে দক্ষিণবঙ্গেও বর্ষা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। অর্থাৎ অগাস্ট সেপ্টেম্বরে বেশি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করছেন, অল্প সময়ে যদি বেশি বৃষ্টি হয়, তাহলে বাংলার ক্ষেত্রেও বিপর্যয়ের খাঁড়া। বুধবার বিকালের পর থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে টানা চলতে থাকে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে তো বাড়ছে আশঙ্কা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটাও আবহাওয়াবিদরা বলছেন,ঘূর্ণাবর্তের বৃষ্টিতে আমন রোপণে গতি আসার সম্ভাবনা রয়েছে। এমনিতেই জুন-জুলাই মিলিয়ে বর্ষায় ৪০ শতাংশ ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে।