WEATHER UPDATE: কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি, উত্তরেও চলবে ভারী বৃষ্টি,উত্তাল সমুদ্রও

0
114
হীয়া রায় , কলকাতা


রবিবার রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হয়েছে। সোমবারও এই পরিবেশ বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

কলকাতা-সহ কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে অবশ্য বৃষ্টি কমবে। তবে মঙ্গলবারও সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের বাকি জেলাগুলিতে। বুধবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টি চলতে পারে। তবে কলকাতায় মঙ্গলবার থেকে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তাল রয়েছে সমুদ্র।

সোমবার সকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরেও আগামী চারদিন ধরে এমন পরিবেশ থাকবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানির, সিকার, ওরাই, সিন্ধি, রাঁচির উপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় রয়েছে। এই এলাকায় নিম্নচাপের অবস্থানও রয়েছে। এটি ধীরে ধীরে উত্তর-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। সোমবার এই ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এরপর এটি গতি পেয়ে গাঙ্গেয় পশ্চিমে ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাবে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন-চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কয়েকটি জেলায়। সোমবার ভারী বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানের বেশ কয়েকটি অংশে।

উত্তরেও আগামী তিনদিন ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এর জেরে বুধবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। দক্ষিণ বাংলাদেশের আশপাশে রয়েছে নিম্নচাপ অঞ্চল। এ ছাড়া বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে।

এর ফলে বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত।

Previous articleRG KAR Case: আরজি কর কান্ডের প্রতিবাদে বনগাঁয় দ্বিতীয় বার রাত দখল করে মহিলাদের মশাল মিছিল: দেখুন ভিডিও
Next articleKunal Ghosh : আরজি কর সংক্রান্ত কিছু নথি সিবিআই’কে হস্তান্তর করতে সিজিও কমপ্লেক্সে কুণাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here