Weather update: উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় বৃষ্টি আজও, কবে আবহাওয়ার পরিবর্তন?

0
949

দেশের সময় ওয়েবডেস্কঃ শিয়রে শমন। আজও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছে আলিপুর আবহাওয়া অফিস। মৎস্যজীবীদের জন্য আজও সতর্কবার্তা থাকছে।

নিম্নচাপের জের, মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ওড়িশার স্থলভাগে ঢুকে পড়েছে গভীর নিম্নচাপ। 

যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু বৃষ্টিপাত। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির পরিমান যথেষ্টই বেশি থাকবে বলে খবর। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিন শহর কলকাতার আকাশও মূলত মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে। সঙ্গে চলবে কয়েক পশলা বৃষ্টিপাত। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 

তবে আজ থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গে আগামিকাল পর্যন্ত এমন কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। যদিও উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। 

Previous articleইটভাটার রেজিস্ট্রেশন পদ্ধতির আরও সরলীকরণ করল নবান্ন
Next articleপুজোর সময়: অফিসের কাজ পড়েছে কীভাবে বেড়াবেন? জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here