Weather Update: আজও বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা, উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহ! স্বস্তি কবে থেকে?

0
436

দেশের সময় ওয়েবডেস্ক: তীব্র গরমে নাজেহাল অবস্থা থেকে গতকাল কিছুটা রেহাই পেয়েছে শহরবাসী।আজও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

শুক্রবার থেকে রাজ্যে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামী রবিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গ হয়ে রাজ্যে বর্ষা ঢুকবে। যার ফলে উত্তরে বাড়বে বৃষ্টির পরিমাণ। কিন্তু দক্ষিণবঙ্গে ভোগান্তি জারি থাকবে আগামী সপ্তাহেও। বর্ষার আগমনের আগে মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 

শুধু কলকাতাতেই নয়, এর পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও (পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা) আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে একইভাবে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। এদিকে আগামী ৪৮ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি (হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা) এবং উপকূলীয় জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম ও মঙ্গলবার।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। তবে আগামী ২৪ ঘণ্টা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। 

এদিকে ১৫ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবি থেকে বৃহস্পতির মধ্যে এই তিন জেলার বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পঙেও এই ক’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একেবারে উত্তরের জেলাগুলি বৃষ্টিতে ভিজলেও মালদা ও দুই দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টা তাপপ্রবাহ চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Previous articleAbhishek Banerjee : ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্নের ফেরিওয়ালা, মতুয়াগড়ে ফের সবুজ ঝড় উঠবে’, নবজোয়ারের আগে বললেন পুর প্রধান গোপাল শেঠ
Next articleUttarbanga: গরমের জেরে এবার উত্তরবঙ্গে চায়ের উৎপাদন কমল ৪০ শতাংশ, নষ্ট বহু চা বাগান, ১০০ বটলিফ ফ্যাক্টরি বন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here