Weather update আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস, বঙ্গে হাওয়া বদল শনিতে

0
89

দেশের সময় ,কলকাতা :  রাজ্যজুড়ে চলছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে বর্ষা সময়ের আগে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে অনেকটাই বিলম্বে ঢুকেছে মৌসুমী বায়ু। ঘূর্ণাবর্তের উপর ভর করে তা সক্রিয় হয়েছে দক্ষিণবঙ্গে।

উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে।

৮ এবং ৯ জুলাইয়ের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। শনিবারের পর দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত। সোমবারের পর একেবারে বৃষ্টিপাত কমতে পারে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একধাক্কায় কমেছে। পাশাপাশি কমেছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

শহর কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। গত দু’দিন ধরে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। এদিনও তিলোত্তমায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হবে না, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে।

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ। শনিবার পর্যন্ত শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এরপর ধীরে ধীরে কলকাতার আবহাওয়া বদলাবে।

দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা থাকবে আকাশ। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলায়। শনিবার পর্যন্ত একইরকম থাকবে আবহাওয়া। বৃহস্পতি এবং শুক্রবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এর প্রভাবেই দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা ।

উত্তরবঙ্গের পাঁচটি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতেও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সোমবার থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে।

এই বছর স্বাভাবিক হবে বর্ষা, পূর্বাভাস ছিল এমনটাই। গোটা দেশে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দীর্ঘমেয়াদী পূর্বাভাস মোতাবেক, দেশে স্বাভাবিকের থেকে বেশি হতে পারে বৃষ্টিপাত।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা সক্রিয়। একই সঙ্গে বাংলাদেশের উপর থাকা ঘূর্নাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই সিস্টেম নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস।

Previous articleL K Advani Hospitalized : ফের অসুস্থ লালকৃষ্ণ আদবাণী, আবার ভর্তি হাসপাতালে,কেমন আছেন বর্ষীয়ান রাজনীতিবিদ?
Next articleOishi Chakraborty শ্রেয়া ঘোষাল এর মতো প্লেব্যাক সিঙ্গার হতে চায় গোবরডাঙার ঐশি, আর কি জানালেন একান্ত সাক্ষাৎকারে! দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here