Weather update আচমকাই ভোল বদলে ফেলছে বাংলার আকাশ? বর্ষার দোসর ঘূর্ণাবর্ত, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস

0
97
হীয়া রায়, কলকাতা

দেশের সময় কলকাতা ঝাড়খণ্ডের উপর পাক খাচ্ছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে বাংলার মাথায় নিম্নচাপের ছায়া। দুইয়ে মিলিয়ে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। সে কারণেই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার হাওয়া বদল হতে পারে। চলতি বছর সময়ের আগেই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বর্ষা।

কিন্তু, উত্তরবঙ্গে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে রয়েছে ঘাটতি। গত এক সপ্তাহ নিম্নচাপের উপর ভর করে বদলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। শনি থেকে বদলাতে পারে আবহাওয়া।

সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৪ শতাংশ। শুক্রবার থেকে ধীরে ধীরে শহরে বৃষ্টিপাত কমবে। বৃহস্পতিবার তাপমাত্রা সামান্য কম থাকলেও অস্বস্তি বাড়াতে পারে আপেক্ষিক আর্দ্রতা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও মৌসুমী অক্ষরেখা গিয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। আর মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে।

আর এর প্রভাবে রাজ্যজুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেভাবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে শুক্রবার পর্যন্ত। বর্ষা প্রবেশের পর থেকেই সেখানে নাগাড়ে বৃষ্টিপাত হয়ে চলেছে। শনিবারের পর ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

এই বর্ষায় রাজ্যে বৃষ্টিপাতে মোট ঘাটতির পরিমাণ ২৪ জুলাই পর্যন্ত ১১ শতাংশ। শুধু দক্ষিণবঙ্গে মোট ঘাটতির পরিমাণ ৪৬ শতাংশ। যদিও উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে ৪৭ শতাংশ। আগামী তিন দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। আবারও বাড়বে বৃষ্টির দাপট।

Previous articlePetrapole চারদিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে ফের দু’দেশের মধ্যে পণ্য আমদানি – রফতানি চালু:দেখুন ভিডিও
Next articleRahul Gandhi মানহানির মামলায় রাহুলকে কোর্টে সশরীরে হাজিরার নির্দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here