দেশের সময় ওয়েবডেস্কঃ ভরদুপুরেই সন্ধে নামল বনগাঁয়।বৃষ্টি হয়েছে কলকাতাতেও৷ বেলা বাড়তেই উধাও রোদ। আর তারপর ঝেঁপে বৃষ্টি শহরে (rain in bongaon)। সঙ্গে একাধিক জায়গায় বজ্রপাত (thunderstorm)। বুধবার সকালেই আবহাওয়া (weather) দফতরের তরফে জানানো হয়েছিল যে বিকেলের মধ্যেই বৃষ্টি নামবে। কিন্তু তার আগেই বেলা দেড়টা নাগাদ একেবারে কালো হয়ে যায় আকাশ। আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তুমুল বৃষ্টি। দেখুন ভিডিও
আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে কলকাতা এবং সংলগ্ন দুই জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। তবে কালবৈশাখী হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি হাওয়া অফিস। তবে বলা হয়েছে, বজ্রবিদ্যুতের ঝলকানির সঙ্গে বেশ জোরেই ঝোড়ো হাওয়া বইবে।
হাওয়া অফিস সূত্রে খবর, শহরের কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত, আবার কোথাও সামান্য বেশি বৃষ্টি হবে। ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক দিনে যেভাবে রাজ্যজুড়ে একাধিক মানুষ বজ্রপাতে মারা গিয়েছেন, সে কারণে এইসময়টা বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোতেও বারণ করা হয়েছে।
এমনিতে বুধবার সকাল থেকে শহরের আকাশ আংশিক মেঘলা ছিল। তবে মাঝেমধ্যে রোদ ওঠায় অনেকেই অস্বস্তিতে পড়ছিলেন। কিন্তু বেলা বাড়তেই যেভাবে আকাশ কালো করে অসময়েই অন্ধকার ঘনিয়ে এলো, তাতে বোঝা যাচ্ছিল যে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। সেই আশঙ্কাকে সত্যি করেই দেড়টা-দু’টো নাগাদ তুমুল বৃষ্টি শুরু হয়। সেইসঙ্গে মেঘের ঝলকানি। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মাঝে বৃষ্টি কমলেও একেবারে থামবে না। বরং বিকেলের পর আবার ভিজতে পারে কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকা।
স্বস্তির আবহাওয়া অব্যাহত। গত সপ্তাহের শেষ থেকেই একটানা ঝড়বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। চলতি সপ্তাহে আরও দুই দিন স্বস্তি বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের পর ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। তারপর ফের বাড়বে তাপমাত্রার পারদ। তবে নতুন করে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
অন্যদিকে রাজ্যে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিয়েছ হাওয়া অফিস। ৬ মে দক্ষিণ পূর্ব, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। ৭ মে থেকে সেটি শক্তিশালী হবে। ৮ মে নিম্নচাপ তৈরি হবে। ঘূর্ণিঝড় মোচা কোথায় আছড়ে পড়বে, তা এখনও নিশ্চিত হয়ে জানায়নি আবহাওয়া দপ্তর। তবে গভীর নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।