দেশেরসময় ওয়েবডেস্কঃ মনে হচ্ছে, এই বুঝি নামল বৃষ্টি। এবার বুঝি রেহাই মিলল গরম থেকে। আবহাওয়া দপ্তর বলছে, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে। কিছুক্ষণের মধ্যেই আসবে কালবৈশাখী।
তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা করবে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা বৃষ্টি নামবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতি থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার।
বঞ্চিত হবে না কলকাতাও। সেখানে নামবে বৃষ্টি। গত কয়েক দিনে হাঁসফাঁস অবস্থা শহরের। একটু স্বস্তির আশায় আকাশে তাকিয়ে তাই নগরবাসী। আবহাওয়া দপ্তর বলছে, আজ এবং আগামী কাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া।
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। সে কারণেই ভ্যাপসা গরম বাড়ছে। গত কালও কলকাতার তাপমাত্রা এ রকমই ছিল প্রায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাঁকুড়া, আসানসোল, মেদিনীপুরেও তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৬ শতাংশ। তাপমাত্রা কম থাকলেও আপেক্ষিক আর্দ্রতার কারণে কষ্ট বেড়েছে।