Weather Update: শীত কি অবশেষে বিদায় জানাচ্ছে?উইকএন্ডে বড় চমক

0
403

দেশের সময় ওয়েবডেস্কঃ মাঘের সকালে জাঁকিয়ে ঠান্ডা না পড়লে, বাতাসে হালকা শিরশিরানি ভাব রয়েছে। হালকা আমেজেই বেজায় খুশি শীতপ্রেমীরা। তবে রবিবারের তুলনায় সোমবার তাপমাত্রার পারদ আরও চড়ল। বেলা বাড়লে শীতের আমেজ উধাও হবে। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন শহর থেকে গ্রাম।

তাপমাত্রা বাড়লেও আগামী দু- তিন দিন কুয়াশার দাপট থাকবে। সকালে হালকা মাঝারি কুয়াশা কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির পূর্বাভাস নেই। সকালে ও সন্ধেয় শীতের আমেজ পাওয়া যাবে না। 

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বত্রই তাপমাত্রা বাড়ছে৷ আস্তে আস্তে গোটা দক্ষিণবঙ্গ থেকেই শীতের কামড় শিথিল হতে চলেছে৷

হাওয়া অফিস আরও জানাচ্ছে, বুধবার পর্যন্ত কুয়াশার দাপট জারি থাকবে। আগামী চারদিনে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে পারে। ফের শুক্রবার থেকে পারদ পতন হবে। চলতি সপ্তাহান্তে ফের হালকা শীত অনুভূত হবে। 

আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও শুধুমাত্র উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং ও কালিম্পং সহ কয়েকটি জেলার  কোথাও কোথাও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে৷

এদিকে ফের উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। বুধবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর-পশ্চিম ভারতে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আরও একবার বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডেও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় অরুণাচল প্রদেশ ও অসমের  বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ওড়িশার কিছু এলাকায়। কোমোরিন এলাকায় সাইক্লোনিক সার্কুলেশনের পরিস্থিতি রয়েছে৷ ফলে এই এলাকায় ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে৷

আবহাওয়ার পূর্বাভাস দেয় স্কাইমেট ওয়েদার আপডেট অনুযায়ী লাদাখ, জম্মু-র একাধিক জায়গায় হালকা বৃষ্টি এবং তুষারপাত হবে৷ আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ কেরল, আন্দামান- নিকোবর দ্বীপসমূহ এবং অসমের পূর্বদিকে বৃষ্টিপাত হবে৷

উত্তর পশ্চিম ভারতীয় রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা একেবারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে৷ মধ্য ভারতেও আগামী ২-৩ দিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে৷

ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এছাড়াও আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টায় কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখন্ড উত্তর প্রদেশ আসাম মিজোরাম এবং ত্রিপুরাতে।

Previous articleTurkey earthquake: জোরালো ভূমিকম্পে পর পর দু’ বার কেঁপে উঠল তুরস্ক, ভেঙে পড়েছে অজস্র বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ১৫ জনের
Next articleMamata Bannerjee: আজ সেন্ট জেভিয়ার্সের সমাবর্তনে ডি লিট পাচ্ছেন মমতা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here