Weather Update : শীতের দুপুরে রোদের খেলা আপাতত বন্ধ! বঙ্গে দুর্যোগের পূর্বাভাস

0
162

দেশের সময় ,কলকাতা: শীতসুখের আর মাত্র কয়েক ঘণ্টা! কনকনে শীতে কয়েক ঘণ্টার জন্য হলেও আরাম জোগাচ্ছিল বেলা-বিকেলের রোদ। কিন্তু সেই সুখও সোমবার থেকে জুটবে না বলে জানিয়ে দিল হাওয়া অফিস। আপাতত আগামী কয়েকদিন শীতের সকাল বিকেল আচ্ছন্ন হয়ে থাকবে মেঘলা আকাশ এবং ঘনকুয়াশায়। আগামী সপ্তাহে বৃষ্টিও হবে কলকাতা-সহ গোটা রাজ্যে। উত্তর এবং দক্ষিণ— দুই বঙ্গের জন্যই এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে ফের একবার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব একটু বেশি থাকবে।

তিলোত্তমার আকাশ সকাল থেকে কুয়াশাছন্ন থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে পারে। মঙ্গলবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। বুধবার এবং বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার অবশ্য কনকনে ঠান্ডা অনুভূত হতে চলেছে।

রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৩৮ শতাংশ।

মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বুধবার থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতে। সোমবার দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সকালে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।

সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন। উত্তর-পশ্চিমের হাওয়ার বদলে পুবালি হাওয়ার প্রভাব বাড়বে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে।

বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং কলকাতাতে। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আপাতত দার্জিলিঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায়। মালদা ও উত্তর -দক্ষিণ দিনাজপুরে অপেক্ষাকৃত বেশি কুয়াশা রয়েছে। শিলিগুড়িতে কুয়াশার দাপট থাকতে পারে।

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।

Previous articleKolkata Book Fair 2024:রবির বিকালে জনজোয়ার বইমেলা প্রাঙ্গণ , সেই মুহুর্ত ক্যামেরা বন্দি করলেন ফটোগ্রাফার দেবাশিস রায়
Next articleSports: হরিয়ানায় চতুর্থ ইন্ডিয়া ওপেন গ্রাপ্লিং চ্যাম্পিয়নশিপে জয়জয়কার বাঙলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here