Weather Update: ভরা পৌষে শীত উধাও! কী বলছে হাওয়া অফিস ? দেখুন ভিডিও

0
213

দেশের সময়, কলকাতা: Cyclonic Circulation Update IMD: নিউ ইয়ার্স ইভের সেলিব্রেশনে কার্যত এবার ভিলেন হয়ে হাজির ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়ার রিপোর্টে স্কাইমেট ওয়েদার ও ভারতীয় মৌসম ভবনের রিপোর্ট জানাচ্ছে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে এই মুহূর্তে। তার জেরেই বদলাচ্ছে শীতের মুড।


স্থানীয় আবহাওয়া দফতর আলিপুর জানাচ্ছে, দক্ষিন বাংলাদেশে ঘূর্ণাবর্তের জের। দক্ষিণা ও পুবালি হাওয়ার দাপট বাড়বে। কিন্তু উত্তুরে হাওয়া কার্যত গায়েব। পুবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। যার ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দেখুন ভিডিও


প্রতিবেশী দেশে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার বাড়ছে।


উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়, বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া।

এদিকে বাংলা নিয়ে বড় খবর আবহাওয়া দফতরের পূর্বাভাসে। বাংলায় বর্ষবরণের উৎসবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা একেবারেই নেই। তবে সকাল সন্ধে শীতের আমেজ থাকবে। মনোরম পরিবেশেই বর্ষবরণ হবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

স্থানীয় আবহাওয়া দফতর আলিপুর জানাচ্ছে, দক্ষিন বাংলাদেশে ঘূর্ণাবর্তের জের। দক্ষিণা ও পুবালি হাওয়ার দাপট বাড়বে। কিন্তু উত্তুরে হাওয়া কার্যত গায়েব। পুবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। যার ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

অন্যদিকে উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির কিছু অংশে সকালের দিকে খুব ঘন কুয়াশা পড়তে পারে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ ওড়িশা, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ এবং রায়ালসীমায় ঘন কুয়াশা বিস্তৃত রয়েছে।

তবে আশ্বস্ত করে মৌসম ভবন ও স্কাইমেট ওয়েদারের পূর্বাভাস জানাচ্ছে, আগামী কয়েকদিন দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেই আশা করা হচ্ছে।

ঘন কুয়াশায় বাড়ছে দুর্ঘটনা। দৃশ্যমানতা শূন্যের কাছে। প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরভারত। এর জেরেই উত্তর ও পূর্ব ভারতের একাধিক রাজ্যে শীতকালীন ছুটি ঘোষণা করা হল।


উত্তরপ্রদেশ –
৩১ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুলে শীতকালীন ছুটির ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার আলিগড়ের সমস্ত স্কুল বন্ধ থাকবে। গাজিয়াবাদ ও মথুরায় অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসের সময় পরিবর্তন করা হয়েছে।


বুধবার ঘন কুয়াশার কারণে উত্তরপ্রদেশে পরপর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮। আহত হয়েছেন ৩০ জন।


দিল্লি –
বায়ুদূষণের কারণে ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আগেভাগেই শীতকালীন ছুটির ঘোষণা করেছিল দিল্লির সরকার। এবার শৈত্যপ্রবাহের কারণে পয়লা জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ফের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হল।


পাঞ্জাব –
২৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঞ্জাবের স্কুলগুলিতে শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল। পয়লা জানুয়ারি থেকে স্কুল খুলবে। কিন্তু আবহাওয়ার দিকটি বিবেচনা করে ফের স্কুল বন্ধের ঘোষণা করা হতে পারে।


হরিয়ানা –
সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল পয়লা থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।


রাজস্থান –
২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে সমস্ত স্কুলে।


ঝাড়খণ্ড –
কনকনে ঠান্ডায় ঝাড়খণ্ডের সমস্ত স্কুলেও ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।


জম্মু –
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই স্কুলগুলিতে শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি চলতে পারে।

এদিকে শহর কলকাতা এখন ক্রিসমাস ও বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে। সকাল থেকেই ইকো পার্ক, চিড়িয়াখানা, নিকো পার্ক, ভিক্টোরিয়ায় ভিড় করছে সাধারণ মানুষ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কড়া রোদে তাঁদের নাজেহাল অবস্থা হতে পারে। সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রির মধ্যে। আবহাওয়া দফতরের জানিয়েছে, আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হবে।

Previous articleSinger:মাটি নিয়ে খেলতে খেলতেই সুরের ‘পালিশ’, বড় হয়ে অরজিৎ সিং-এর মতো গায়ক হতে চান গোবরডাঙার খাঁটুরা বয়েজ স্কুলের পঞ্চম শ্রেণীর এই ছাত্র : দেখুন ভিডিও
Next articleMamata Banerjee :চাকলার সভা থেকে লোকসভা নির্বাচনের বার্তা মুখ্যমন্ত্রীর? বাংলার তীর্থস্থানের উন্নয়নের খতিয়ান মমতার মুখে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here