দেশের সময় ওয়েবডেস্কঃ তাপপ্রবাহ অব্যাহত বাংলা জুড়ে। তাপপ্রবাহের দহনজ্বালা পার করে বৃষ্টির আশ্বাস শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । জানা গেছে, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতায়। ভিজবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিও। উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই।
বুধবার বিকেলে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় স্বস্তির বৃষ্টি হলেও, অধিকাংশ জেলায় তাপপ্রবাহের জেরে হাঁসফাঁস দশা সাধারণ মানুষের। বৃহস্পতিবারেও গলদঘর্ম দশা থেকে মিলবে না রেহাই। তবে বৃষ্টির আগে পর্যন্ত এখনও দু-তিন দিন গরম সহ্য করতে হবে রাজ্যবাসীকে ৷
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আজ বাঁকুড়ায় ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস, মগরায় ৪২ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে।
শুক্রবার থেকে রাজ্যের একাধিক জেলায় আবহাওয়ার খানিকটা পরিবর্তন হবে। আগামিকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ছাড়া দুই মেদিনীপুরে বৃষ্টি হবে। অন্যদিকে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায়। তবে কলকাতায় আদৌ স্বস্তির বৃষ্টি হবে কি না, তা এখনও জানানো হয়নি।
কলকাতায় শুক্রবার বেলার দিকে অথবা শনিবার আবহাওয়ার বদল হবে। আংশিক মেঘলা আকাশ। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ এবং কাল তাপপ্রবাহের মতো পরিস্থিতি কলকাতাতে বজায় থাকবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি চলছে, চলবে। আজও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। বৃষ্টির পর উপরের দিকে জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তবে নীচের দিকের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজকেও তাপপ্রবাহের সতর্কতা থাকছে। পাহাড়ি এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে গরমে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে শুক্রবার পর্যন্ত। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে।