Weather update গরমে চূড়ান্ত সতর্কতা দক্ষিণবঙ্গের আট জেলায়, কবে আসবে কালবৈশাখী?‌

0
154

দেশের সময় কলকাতা তাপপ্রবাহের দাপট এখনও অব্যাহত। মে মাসের প্রথম সপ্তাহেও যে তাপপ্রবাহের    হাত থেকে নিস্তার মিলবে না তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৫ মে পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে গোটা দক্ষিণবঙ্গে।

গরমের সব রেকর্ড ভেঙে চুরমার করে ফেলছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবারই রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছে শহর কলকাতা। দেশের সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে বাংলা থেকেই রয়েছে দুই জায়গা। গরমে হাঁসফাঁস দক্ষিণ থেকে উত্তর। রাজ্যের পাহাড়ি দুই জেলায় একটু যা স্বস্তি। গোটা এপ্রিলে দহন জ্বালার পর মে মাসেও ভোগান্তি অব্যাহত। তাপপ্রবাহ থেকে এখনই নিস্তার নেই।

বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকছে তাপপ্রবাহের পরিস্থিতি, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

বুধবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় লাল সতর্কতা বজায় থাকছে। এছাড়াও অন্যান্য জেলার বেশ কয়েকটি জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা। বৃহস্পতিবার লাল সতর্কতা জারি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানের বেশকিছু জায়গায়।

মঙ্গলবার ইতিহাস ছুঁয়েছে কলকাতার গরম। সর্বকালীন রেকর্ড ভেঙে তিলোত্তমার পারদ ৪৩ ডিগ্রিতে পৌঁছয়। এ
ছাড়াও বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল।

বুধবারও একই পরিস্থিতি জারি থাকছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতাও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭.৪ ডিগ্রি বেশি। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি বেশি।

দক্ষিণের মতো উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে তীব্র গরমের দাপট। বুধবার উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছর ১৯ থেকে ২১ এপ্রিল তিন দিন ধরে চলেছিল তাপপ্রবাহ। এর পর ২৪ এবং ২৫ এপ্রিল টানা দু’দিন ধরে চলেছিল তাপপ্রবাহ। মাঝে ২৬ তারিখ একটু স্বস্তি দিয়েছিল গরম। পরের দিন থেকে আবার শুরু হয় দহনজ্বালা, যা মঙ্গলবারও চলেছে। অর্থাৎ ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা চার দিন চলল তাপপ্রবাহের তৃতীয় ‘স্পেল’। মঙ্গলবার কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর আগে শেষ বার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছিল ১৯৫৪ সালে। সে বছর এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গত ৭০ বছরের নজির প্রায় ছুঁয়ে ফেলেছে। ৭০ বছরে আর কখনও শহরের তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছয়নি।

মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণ পশ্চিম দিক থেকে ধেয়ে আসা গরম বাতাস । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ মে শুক্রবার থেকে একটু একটু করে পরিস্থিতির উন্নতি হবে । তার আগে এই ক’দিন রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে ৷ আপাতত শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও দেখা নেই। সপ্তাহান্তে আবহাওয়ার বদলের পূর্বাভাস মিলেছে।

তীব্র গরমের এবং তাপপ্রবাহের কারণে পড়ুয়াদের রেহাই দেওয়ার উদ্দেশে সাময়িক ভাবে ক্লাসে পঠনপাঠনে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ মে থেকে ১১ মে পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ক্লাস সাময়িক ভাবে বন্ধ থাকবে।

Previous articleLok Sabha Election 2024ফের নির্বাচনী প্রচারে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদী
Next articleCitrus Curacao Punch Recipe by Ayndrila Dutta

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here