Weather Update: উধাও তাপপ্রবাহ, কালবৈশাখী আনবে স্বস্তির বৃষ্টি, রইল আবহাওয়ার পূর্বাভাস

0
607

দেশের সময়,ওয়েবডেস্ক: গত কয়েকদিনের গরম হাওয়ার ঝলকানি থেকে একটু হলেও স্বস্তি মিলেছে সপ্তাহান্তে। উত্তরবঙ্গে তো ঝড় বৃষ্টি চলছেই, দক্ষিণবঙ্গেও মেঘলা আকাশ আর দমকা হাওয়ার যুগলবন্দিতে গায়েব হয়েছে তাপপ্রবাহ , ৪৩ থেকে ডিগ্রি থেকে নেমে তাপমাত্রা একেবারে ৩৪ ডিগ্রির কোঠায়। তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকায়, কয়েক পশলা বৃষ্টিতেই জেলায় জেলায় স্বস্তির আবহাওয়া। আগামী ২ দিনও পরিস্থিতি এমনটাই থাকবে, খবর হাওয়া অফিস সূত্রে । তবে তারপর ফের বাড়বে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারের পর তাপমাত্রা খানিকটা বাড়লেও, নতুন করে চলতি সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। 

শনিবার রাত থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। রবিবারেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বৃষ্টি হয়েছে। সোমবারেও বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়্গ্রামে বুধবার ঝড় বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণের কোনও কোনও জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পাঁচটি জেলাতে মঙ্গলবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে। শিলাবৃষ্টির পাশাপাশি ৫০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও উপরের দিকের পাঁচটি জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তারপর থেকে উত্তরে জেলাগুলিতেও চড়বে পারদ।

মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। সিকিম ও উত্তরবঙ্গ থেকে একটি অক্ষরেখা ছত্রিশগড় পর্যন্ত রয়েছে। আরেকটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে থেকে তামিলনাড়ু পর্যন্ত।

আগামী পাঁচ দিন দেশের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। মধ্য ভারতে আগামী দুদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। পূর্ব ভারত সহ ও দেশের বেশিরভাগ অংশই আগামী দুদিন পর থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে।

আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরালা এবং মাহেতে। মঙ্গলবার শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মধ্যপ্রদেশ, বিদর্ভ, সিকিম, উত্তরবঙ্গ এবং ছত্তীসগড়ে। বুধবার মারাঠাওয়াড়াতে একই ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে।

পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যেই আগামী তিন চার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘণ্টায় এবং বিহারে সোম ও মঙ্গলবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ওড়িশায় ভারী বৃষ্টিপাত হবে সোমবার। এছাড়াও মধ্য ভারতের বিদর্ভে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।

Previous articleYoga: যোগাসনে রাজ্য চ্যাম্পিয়ন বনগাঁর রানি : দেখুন ভিডিও
Next articleBongaon weather Today: ঝিরঝিরে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ায় মন ভিজল কি বনগাঁবাসীর? দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here