Weather Update: আজ তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা,বজ্রগর্ভ মেঘ নিয়ে বর্ষা ঢুকল রাজ্যে

0
886

দেশের সময় ওয়েবডেস্কঃ নির্ধারিত সময়ের আগেই। রাজ্যে প্রবেশ করল বর্ষা।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ বিকেলের পরে তুমুল ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সময়ের চারদিন আগেই বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখন উত্তর পূর্ব ভারতে পৌঁছে গিয়েছে । বর্ষা প্রবেশ করেছে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়।

পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত চলে গেছে, এটি বিহার, উত্তরবঙ্গ এবং অসমের ওপর দিয়ে বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে কলকাতাতেও।

এটা ঘটনা, উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ৭ জুন। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই সময় ১১ জুন। তবে উত্তরবঙ্গের একাংশে সময়ের আগে বর্ষা ঢুকে পড়েছে। এর ফলে, দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কয়েক দিন এগিয়ে আসতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। 

Previous articleBibhutibhushan Bandyopadhyay ‘পথের পাঁচালী’র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি কেমন আছে? খোঁজ নিল দেশের সময় : দেখুন ভিডিও
Next articleIndustry:আন্তর্জাতিক মানের নীল-গোলাপি মেট্রো কোচ তৈরি হবে উত্তরপাড়ায়! উৎসাহিত শিল্পমহল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here