Weather Updateকোথায় গেল শীত?‌ বছর শেষে তাপমাত্রা কমলেও জাঁকিয়ে ঠান্ডা কি পড়বে

0
8
হীয়া রায় দেশের সময়

কলকাতা: বড়দিনে কনকনে শীতের দেখা পাওয়া যায়নি। গত দশ বছরে উষ্ণতম বড়দিন দেখেছে কলকাতা। এর মধ্যেই শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

তাহলে কি জাঁকিয়ে শীত পড়বে? এমনটা এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।

নিম্নচাপ ও পশ্চিমি ঝঞ্জাই শীতের পথে ভিলেন হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে বছর শেষে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। শনিবার ও রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এছাড়া শনিবার হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতাতেও শনিবার থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সোম ও মঙ্গলবার নামবে পারদ।

বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। আপাতত ক’‌দিন ভোরের দিকে ঘন কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক ধাক্কায় তিন ডিগ্রি কমল তাপমাত্রা। 

শনিবার তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদায়। তবে আগামী সপ্তাহে পারদ নামবে উত্তরেও। 

আগামী কদিনে তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলেই জানানো হয়েছে। গতকালের থেকে শুক্রবার কলকাতায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনও এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। অর্থাৎ প্রবল শীতের অনুভূতি যে এখনও মিলবে না তা স্পষ্ট।

বছরের শেষে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও রবিবারের পর তা কিছুটা কমতে পারে। তবে জাঁকিয়ে শীত এবার কার্যত অনুপস্থিত। 

এও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় অবশ্য শুষ্ক আবহাওয়াই থাকতে চলেছে বছর শেষে। সকালের দিকে রয়েছে কুয়াশার সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া উত্তরবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।  

Previous articleManmohan Singh মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী ,সাত দিনের ‘জাতীয় শোক’ ঘোষণা করল কেন্দ্র, শনিবার শেষকৃত্য
Next articlePetrapol News অনুপ্রবেশ রুখতে পেট্রাপোল সীমান্তের ১০টি গ্রাম মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here