Weather Forecast : আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, জাঁকিয়ে শীত কবে?

0
516

দেশের সময় ওয়েবডেস্ক: বৃষ্টির পরেই শীতের আমেজ শুরু রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলায় অবশ্য হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত হালকা শীতের আমেজ। রাতের তাপমাত্রা বাড়ছে। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার সম্ভাবনা।

কবে পড়বে কনকনে ঠান্ডা? এখন এই প্রশ্নই বারেবারে ঘুরপাক খাচ্ছে শীতপ্রেমীদের মনে। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যাবে। 
এক্ষেত্রে বুধবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আর সপ্তাহের শেষে ১৮ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। 

পাশাপাশি বেশকিছু জেলাতেও অনুভূত হতে পারে বেশ শীত। তবে জাঁকিয়ে শীত পেতে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে বলে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। 

আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। 
তবে এদিন কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে।

একইসঙ্গে এদিন হালকা বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে। 
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

বৃষ্টির পরে নামবে শীতের আমেজ। ফের সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের আমেজ। বুধবার থেকে নামবে পারদ। শনি রবিবারে কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছে পৌঁছতে পারে। তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচেও নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Previous articleঅনলাইনে গাঁজার ‘ডেলিভারি’, অ্যামাজন কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের
Next articleEden Match: রবিবার ইডেনে কিউয়ি হোয়াইটওয়াশ – এর পর একটি রেকর্ডও গড়ল ভারত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here