Weather Forecast Of West Bengal :শীত কি ফিরবে বৃষ্টি কাটলে ! হাওয়া অফিসের পূর্বাভাস জানুন

0
519

দেশের সময় ওয়েবডেস্কঃ পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের বাংলায় কুপোকাত শীত। শনিবারের মতো রবিবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। তবে মঙ্গল-বুধবার থেকে ঘুরে দাঁড়াতে পারে শীত।

ঘুরে দাঁড়ালেও বঙ্গভূমে শীত আর কত দিন থাকবে, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। জানুয়ারির শেষ লগ্নে এক দফা শীতের পরই উত্তুরে হাওয়া পশ্চিমবঙ্গ-তথা পূর্ব ভারত থেকে পাততাড়ি গোটাতে পারে বলেও মনে করছেন হাওয়া অফিসের আবহবিদদের অনেকে। তাই শেষ লগ্নে শীতের কামড় কতটা জোরালো হতে পারে তা নিয়েও চর্চা চলছে নানা মহলে।

শীতে আবারও বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ ২৩ তারিখ দক্ষিণবঙ্গে (South Bengal) সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আগামী দিন দু’দিন এমনই মেঘ, বৃষ্টির পরিস্থিতি চলবে। বঙ্গোসাগরের একটি উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। তার ফলে গাঙ্গেয় বঙ্গে জলীয় বাষ্প ঢুকবে।

এর মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হতে পারে শীলাবৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ তারিখও।শুধুমাত্র কলকাতা (Kolkata), দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৬ তারিখ অনেকটাই পরিচ্ছন্ন হবে আকাশ। ওই দিন বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। 
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে ২৩ তারিখ দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ ঝঞ্ঝার প্রভাব একটু বেশি থাকবে। 

এরপর ২৫ থেকে ২৭ জানুয়ারির মধ্যে ধীরে ধীরে এর প্রভাব কমবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিকে এই সময়ের মধ্যে তাপমাত্রারও বিশেষ পরিবর্তন হবে না। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বোনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। তবে বৃষ্টি কমে গেলে তাপমাত্রার ধীরে ধীরে পরিবর্তন হবে বলে জানা যাচ্ছে।

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleArtist Mohini : দুঃস্থ শিল্পীদের সাহায্য করার জন্য নিজের আঁকা ছবি বিক্রি করছেন মোহিনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here