Weather Forecast: ফের ঘূর্ণাবর্ত-নিম্নচাপের রক্তচক্ষু! আবহাওয়ার আপডেট জানুন

0
833

দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে নাগাড়ে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশেও বৃষ্টির কাঁপুনি নেই বললেই চলে। মুখভার দক্ষিণবঙ্গবাসীর। এবার কী তবে আসবে ভারী বৃষ্টি ?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ৷ চলতি বছর ৩ জুন উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। এরপর থেকেই ভারী বৃষ্টিপাত হয় উত্তরবঙ্গের জেলাগুলিতে। কিন্তু, দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হয়েছে। ফলে দেখা গিয়েছে বৃষ্টির ঘাটতি। না, স্বস্তির সুখবর শোনায়নি আলিপুর ৷

মৌসুমী বায়ু অপেক্ষাকৃত দুর্বল। তাই আপাতত আগামী তিন থেকে চার দিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে ৷

অস্বস্তিকর আবহাওয়া । বৃষ্টি হবার মতো কোনও উপযোগী সিস্টেম নেই রাজ্যে। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টি এখনই নয়, জানাচ্ছে হাওয়া অফিস ৷

আজ দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে শহর কলকাতার তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭২ শতাংশ। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ২৩ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে আজও সেভাবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে৷ “আপাতত একটি অক্ষরেখা রয়েছে যা রাজ্য থেকে অনেকটা দক্ষিণে অবস্থান করছে। এছাড়াও ওডিশার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দুটি সিস্টেমই রাজ্য থেকে অনেকটাই দূরে রয়েছে। সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও দেখা মিলবে না ভারী বৃষ্টিপাতের।

এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মরশুমের শুরু থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এই মরশুমে উত্তরবঙ্গে ৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ও উড়িষ্যা সংলগ্ন জেলা গুলিতে রবিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সপ্তাহে। তার জেরেই দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। 

দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৯ শতাংশ। দুই বঙ্গে বৃষ্টির এই তারতম্য নিয়ে রীতিমতো উদ্বেগে বিশেষজ্ঞ মহল। তবে অগাস্টের শুরুতেই রাজ্যে ভারী বৃষ্টিপাত হবে এমনটাই দাবি করেছেন ভূতত্ত্ববিদদের। তাঁদের কথায়, অগাস্ট মাসের শুরু থেকেই বদলাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গ পাবে ভারী বৃষ্টি। রয়েছে বন্যাপরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও, দাবি করছেন তাঁরা ৷

Previous articleCovid 4th Wave: বুস্টার না নিয়েই কী চতুর্থ ঢেউয়ের বাড়বাড়ন্ত?
Next articleNew rail connection to Swarupnagar: শিয়ালদহ- বনগাঁ শাখার মছলন্দপুর স্টেশন থেকে স্বরূপনগর পর্যন্ত নতুন রেল পথ তৈরির উদ্যোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here