Weather Forecast : আজ কলকাতা সহ জেলার আবহাওয়া কেমন থাকবে জানুন হাওয়া অফিসের পূর্বাভাস

0
769

দেশের সময় ওযেবডেস্কঃ নিম্নচাপের ভ্রুকুটি থেকে মুক্ত হচ্ছে বাংলা। আর সেই কারণেই মেঘে ঢাকা আকাশ মিলিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার ঝলমলে আকাশ। স্বাভাবিক কারণেই কমেছে বৃষ্টিপাতের পরিমাণ৷

সেইসঙ্গে বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গের । আজ সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনেও ঝড়বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তাপমাত্রা বেড়ে যাবে এবার অনেকটাই। পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ।

 হাওয়া অফিস জানাচ্ছে, এদিনও মূলত মেঘলাই থাকবে শহর কলকাতা ও সংলগ্ন অঞ্চলের আকাশ।তবে, বিগত কয়েকদিন যেমন ভুগিয়েছে বৃষ্টি, এবার অন্তত আগামী তিনদিন তাপমাত্রা চিন্তার কারণ হতে পারে। এ সময় সর্বাধিক তাপমাত্রা হতে পারে ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সপ্তাহের শেষে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।

শহর কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি, দুই মেদিনীপুর ও নদিয়া জেলার আকাশও আংশিক মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও শিলিগুড়িতে হতে পারে দু-এক পশলা বৃষ্টি। এদিনও বেশকিছু জায়গায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
প্রসঙ্গত লাগাতার বৃষ্টিতে ভিজে চলেছে বঙ্গ। দিনকয়েক আগের ভারি বর্ষণে রাজ্যের হাওড়-হুগলি সহ বেশকিছু জেলার বিস্তীর্ণ এলাকা কার্যত জলবন্দি। অনেক জায়গায় বাঁধ ভেঙে ঢুকে পড়েছে জল। ফলে ব্যাপক সমস্যার মধ্যে সাধারণ মানুষ। 

প্রবল বর্ষণের জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু নদীর জল স্তর বেড়ে গিয়েছে। কলকাতা-সহ বিভিন্ন পুরসভার এলাকাগুলিতে কিছু এলাকা জলমগ্ন এখনও। অন্যান্য জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলদেশেরও বেশকিছু জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে।  
 

Previous articleDaily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল
Next articleবনগাঁয় এমভিআই-এর বিরুদ্ধে জুলুম করে টাকা আদায়ের অভিযোগে ট্রাক মালিক ও চালকদের বিক্ষোভ – অবরোধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here