Weather Forecast:বিকেলে থেকেই মেঘলা আকাশ ! ঝড়বৃষ্টি হবে? হাওয়া অফিস কী বলছে

0
672

দেশের সময় ওয়েবডেস্কঃ জ্যৈষ্ঠ মাস সবে শুরু হয়েছে। দিনভর অস্বস্তিকর গরমই জানান দিচ্ছে গ্রীষ্মের দাবদাহ। বুধবার তো সাতসকাল থেকেই জ্বালাপোড়া গরম, রোদের দিকে তাকানো যাচ্ছে না। এমন দিনে কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস ৷

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার সঙ্গে ঝেঁপে বৃষ্টি নামবে শহর ও শহরতলিতে। শুধু আজ নয়, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে এমন ঝড়জলের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ঝড়বৃষ্টি হলেও অবশ্য তাপমাত্রা কমছে না এখনই। বরং সকাল থেকে যে অস্বস্তিকর গরম রয়েছে, বেলা বাড়লে তা আরও বাড়তে পারে । রোদের তেজও বাড়বে বেলার দিকে। তারপর সন্ধ্যায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে একাধিক এলাকায়।

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট ফের বাড়বে শুক্রবার থেকে। উত্তরের জেলাগুলোতে আজও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার আর আলিপুরদুয়ারে বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।  

এদিকে কলকাতায় ইডেন গার্ডেন্সে বুধবার আইপিএলের প্লে-অফের ম্যাচ রয়েছে। মুখোমুখি খেলতে নামবে বেঙ্গালুরু এবং লখনউ। এই ম্যাচের টিকিট হুহু করে বিক্রি হয়ে গেছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যায় ঝড়বৃষ্টি হলে খেলা ভেস্তে যেতে পারে।

Previous articleParmadan Forest :গরমের ছুটিতে, পাড়ি দিন পারমাদনের জঙ্গলে: দেখুন ভিডিও
Next articleBuisness:জমানো ৫০ হাজার টাকা দিয়ে বনগাঁর সত্য বাবু শুরু করেছিলেন ব্যবসা,এখন ৭টি বড় ইলেক্ট্রনিক্স শোরুমের মালিক তিনি! দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here