দেশের সময় ওয়েবডেস্কঃ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির আশায় আপাতত জল ঢেলে দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে। তবে পাহাড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণে আবারও ৩৫ ডিগ্রির ওপরে তাপমাত্রার পারদ চড়তে পারে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে রবি ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। গরম কিন্তু থাকবে।
কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে একইসঙ্গে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি, সর্বোচ্চ ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩২.৬ মিলিমিটার।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। কলকাতাতেও হাল্কা বৃষ্টি হতে পারে।
অতি ভারী বৃষ্টি হবে পাহাড়ে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ থেকেই মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে এই পাঁচ জেলায়।
ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দুই দিনাজপুরে। মঙ্গলবার অবধি টানা বৃষ্টি চলবে।
মৌসুমী অক্ষরেখা এখন ফিরোজপুর থেকে রোহতাক, আলিগড়, ফুরসতগঞ্জ, জাহানাবাদ হয়ে মুর্শিদাবাদের ওপর দিয়ে বাংলাদেশ অবধি গেছে।
এদিকে উত্তর-দক্ষিণ অক্ষরেখা চলে গেছে কর্নাটক থেকে কোমোরিন এলাকা অবধি। কর্নাটক ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্তও রয়েছে। এর জেরে আজ থেকেই তুমুল বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়খণ্ড ও বিহারে। উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।