দেশের সময় , কলকাতা : যেমনটা পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস ঠিক সেই রকমই হল।
পশ্চিমী ঝঞ্ঝা সরতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফিরল শীত। একদিনেই তিন ডিগ্রির বেশি পারদপতন কলকাতায়। দেখুন ভিডিও
প্রসঙ্গত ফেব্রুয়ারির শুরু হতে না হতেই শীত কার্যত উবে গিয়েছিল গোটা বাংলা থেকেই। কলকাতা থেকে জেলা, সর্বত্রই একই ছবি। এমনকী উত্তরবঙ্গ থেকে পশ্চিমাঞ্চল, যেখানে জানুয়ারি মাসেও শীত কাঁপিয়ে দিয়েছে, সেখানেও গরম অনুভূত হয়েছে। তাতেই মনে বিষাদের মেঘ শীতপ্রেমীদের মনে।
এরপরই হাওয়া অফিস জানায় এখনই আশাহত হওয়ার নেই। দ্রুত বদলাতে পরিস্থিতি। ফের কমবে পারা। আবারও উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপট বাড়বে বাংলার বুকে। তবে পারাপতন দেখা যাবে জেলায় জেলায়।
তবে এই ঠান্ডা দীর্ঘস্থায়ী নয় বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। একাধিক জেলায় পারদ ১২–১৩ ডিগ্রির ঘরে। তবে দিন তিনেক পর ফের তাপমাত্রা বাড়বে।
এটা ঘটনা ফেব্রুয়ারি পড়তে না পড়তেই শীত কার্যত উবে গিয়েছিল। কলকাতা থেকে জেলা, সর্বত্রই ছিল একই ছবি। তবে হাওয়া অফিস আশ্বাস দিয়েছিল, পরিস্থিতি বদলাবে। তা অবশেষে বদলাল। একধাক্কায় প্রায় তিন ডিগ্রি কমল সর্বনিম্ন তাপমাত্রা।
সরস্বতী পুজো বরাবরই ঠান্ডার আমেজ দেখেছে বঙ্গবাসী। সেখানে গরম আবহাওয়া যে ভাল লাগবে না তা বলাই যায়। আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে, কলকাতার তাপমাত্রা এক ঝটকায় নেমেছে অনেকটাই। মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা নামেছে ১৬.৭ ডিগ্রিতে। ১২-১৩ ডিগ্রির ঘরে জেলার তাপমাত্রা। তবে হালকা শীতের এই আমেজ সাময়িক। দিন তিনেক পর ফের তাপমাত্রা বাড়বে।