Weather : উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ও দেওয়াল ভেঙে মৃত অন্তত ১২! পুজোতে ভাসবে বাংলা?

0
756

দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের একাধিক অংশে প্রবল বৃষ্টি হচ্ছে।

তার জেরে লখনউয়ে দেওয়াল ভেঙে অন্তত ৯ জন মারা গেছেন। উন্নাওয়ে বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃতের সংখ্যা তিন।  শুক্রবার লখনউয়ের দিলখুশ এলাকায় ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে পড়ে। মারা যান ৯ জন। মৃতদের মধ্যে একজন মহিলা ও শিশুও রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে শুক্রবার রাতে উন্নাওয়ে প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পড়ে ২ নাবালক সহ তিনজন মারা গেছে। একজন আহত হয়েছেন।

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ঘটনায় সমবেদনা জানানোর পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রবল বৃষ্টির ফলে স্কুল–কলেজও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ঝাঁসি, ওরাই, লখনউ, কানপুর, বাহরাইচ–সহ উত্তরপ্রদেশের একাধিক জেলায় গত ২৪ ঘণ্টা ধরে ভারী বৃষ্টি হচ্ছে। বরেলি, পিলভিট, শাহজাহানপুর, হারদৌই, সীতাপুর, কানপুর, প্রয়াগরাজে আগামী দু’দিন আরও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

এদিকে বাংলায় পুজোর সময় এগিয়ে আসছে। সেই সঙ্গে চিন্তার মেঘও ঘনাচ্ছে। কারণ দুর্যোগের কালো মেঘ কাটতে চাইছে না কিছুতেই ।

গভীর নিম্নচাপ বাংলা-ওড়িশা ঘেঁষে বেরিয়ে যাওয়ার পরে ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর জেরে মহালয়ার আগেই বৃষ্টিতে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ।


গত রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জন্য হওয়া সেই বৃষ্টি আপাতত থেমে গেলেও দুর্যোগ থামেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই সপ্তাহের শেষেই। উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপে পরিণত হতে পারে উত্তর বঙ্গোপসাগর এলাকায়।

হাওয়া অফিস জানাচ্ছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুজোর সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর কেনাকাটি।

আজ কলকাতায় বেলা বাড়লে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দিনাজপুরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভবনা আছে।

Previous articleDurga 2022: ঠাকুমার ইচ্ছা পূরণে আড়াই ফুটের দুর্গা মূর্তি গড়ছে বনগাঁ হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ঋক : দেখুন ভিডিও
Next articleDurga Puja Bangaon: বনগাঁর প্রথম দূর্গা পূজো কোনটি জানেন কী – দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here