WBJEE Results 2021: আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ, দেখুন কোথায় জানবেন রেজাল্ট

0
450

আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, আড়াইটা থেকে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা

দেশের সময় ওয়েবডেস্কঃ সপ্তাহ তিনেক আগেই হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আজ, শুক্রবার তার ফল প্রকাশ হতে চলেছে বলে জানিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদ। আজ দুপুর আড়াইটার মধ্যেই ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সাড়ে তিনটে থেকে ডাউনলোড করা যাবে ব়্যাঙ্ক কার্ড।

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে আজ এমনটাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই বছর রাজ্যে ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। সংক্রমণের জেরে পিছিয়ে যায় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা । শেষ পর্যন্ত গত ১৭ জুলাইয়ে হয় পরীক্ষা। পরীক্ষার ২০ দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ফলাফল। করোনাকালে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছিল এবছরের প্রথম অফলাইন পরীক্ষা।

বোর্ডের তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার দুপুর আড়াইটেতে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ফলাফল। বেলা সাড়ে ৩টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফৎ ফল (Rank Card 2021) জানতে পারবেন পরীক্ষার্থীরা। ফল জানতে লগ ইন করতে হবে বোর্ডের ওয়েবসাইটে । রইল সেই লিঙ্ক :https://wbjeeb.nic.in/

৯২ হাজারেরও বেশি পড়ুয়া পরীক্ষা দেয়। তার মধ্যে রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজারের কিছু বেশি। ভিন্ রাজ্যের পরীক্ষার্থী ৩২ হাজারের বেশি। পরীক্ষা হয়েছিল ২৭৪টি কেন্দ্রে। বিশেষ অনুমতি পেয়ে স্টাফ স্পেশাল ট্রেন ও মেট্রোয় চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন পরীক্ষার্থীরা। অ্যাডমিট কার্ড দেখিয়ে টিকিট কাটেন তাঁরা।

করোনা আবহে সমস্ত বিধি মেনে, দুটি পর্যায়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়েছিল। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয় পেপার ওয়ান ম্যাথমেটিক্স পরীক্ষা। পরের ধাপে দুপুর ২টো থেকে বিকেল চারটে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হয়।

গতকালই সেই পরীক্ষার অ্যান্সার-কি বা সঠিক উত্তরপত্র প্রকাশিত হয়েছে। জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে ডাউনলোড করা যাচ্ছে ওই অ্যান্সার-কি।

পরীক্ষার ফলাফলও আজ অনলাইনেই জানা যাবে। wbjeeb.nic.in এবং wbjeeb.in এই দুটি সাইটে প্রকাশিত হবে ফল। তার আগে সাংবাদিক বৈঠক করে পরীক্ষার ফলাফল এবং পরীক্ষার্থীদের ব়্যাঙ্ক প্রকাশ করা হবে।

Previous articleসকাল থেকে দুর্যোগ বঙ্গে,বৃষ্টি কোন কোন জেলায়?
Next articleপ্রায় ১০ বছরের প্রেম,কিন্তু বিয়েতে নারাজ ছিল প্রেমিক, ধর্ষণের অভিযোগ দায়ের করল প্রেমিকা,অবশেষে বনগাঁ আদাল চত্বরে বিয়ের আসর বসল শুক্রবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here