WBBSE Madhyamik Result 2024মাধ্যমিকের ফলপ্রকাশ, বাড়ল পাশের হার, প্রথম দশে স্থান কাদের? রইল সম্পূর্ণ মেধাতালিকা

0
148

দেশের সময় কলকাতা বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হল। এদিন সকাল ৯টায় সাংবাদিক বৈঠক শুরু করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
চলতি বছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ফেব্রুয়ারি। এতদিন নিয়ম ছিল, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

মাধ্যমিকের ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হচ্ছিল আগামী ১২ মে। তবে তার আগেই ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় বেরোল রেজাল্ট। এ বছর রাজ্যে ন’লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল। এবার মাধ্যমিকে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন।

পর্ষদ সভাপতি বললেন, এ বছর মাধ্যমিকে পাশের হার বেড়েছে। পাশের হারে একেবারে শীর্ষে কালিম্পং, দু’নম্বরে রয়েছে মেদিনীপুর, তিন নম্বরে কলকাতা। চলতি বছরে মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। জানা গেছে, পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা।

এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার
১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন।

রইল মেধাতালিকা ~

প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। স্কুলের নাম: রামভোলা হাইস্কুল, জেলা: কোচবিহার। প্রাপ্ত নম্বর: ৬৯৩ (৯৯ শতাংশ)।

দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু। স্কুলের নাম: পুরুলিয়া জেলা স্কুল, জেলা পুরুলিয়া । প্রাপ্ত নম্বর: ৬৯২ ( ৯৮.৯৬ শতাংশ)।

তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ৩ জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈর্ঋতরঞ্জন পালের প্রাপ্ত নম্বর ৬৯১।

মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম 10-এ রয়েছে 57 জন। মেধাতালিকায় দক্ষিণ 24 পরগনা থেকে 8 জন ও কলকাতা থেকে 1 জন পড়ুয়ারা রয়েছে।
60 শতাংশের বেশি নম্বর পেয়েছে 1 লাখ 18 হাজার 411 জন। যা 12 শতাংশের বেশি।

Previous articleDocumentary film ‘History of Bongaon City’ Coming in 2024
Next articleWBBSE Madhyamik Result 2024মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার, প্রথম কোচবিহারের চন্দ্রচূড়, দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় ,তৃতীয় স্থানে তিনজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here