WB Assembly: বিধানসভায় ধুন্ধুমার, সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ক, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

0
525

দেশের সময় ওয়েবডেস্কঃ বিধানসভায় তুলকালাম কাণ্ড। তৃণমূল ও বিজেপি বিধায়কদের হাতাহাতিতে ধুন্ধুমার বেঁধে গেছে সেখানে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঘুষি মারার অভিযোগ তুলেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এছাড়া বেশ কয়েকজন শাসকদলের বিধায়ক আহত হয়েছেন এই গোলমালে । বিধানসভায় এমন ঘটনা নিয়ে পাহাড় থেকে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী ৬ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রবিবার। আজ তার দ্বিতীয় দিন। সূত্রের খবর, সেখান থেকে এদিন ফিরহাদ হাকিমকে ফোন করেন মমতা। খোঁজ নেন বিধানসভার পরিস্থিতির। সেখানে ঠিক কী হয়েছে জানতে চান দিদি। গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বিধানসভায় এদিন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে কাঁদতে দেখা গেছে। অধিবেশন কক্ষে ধুন্ধুমার হয়ে যাওয়ার পর বাইরে এসে সাংবাদিক সম্মেলন করছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

দেখা যায় পাশেই রয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। যিনি বিধানসভা ভোটে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন।


ববি হাকিমের কথার মাঝেই দেখা যায় অসিত মজুমদার কাঁদছেন। এরপর তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ ওরা আমাদের মহিলাদের গায়ে হাত দিচ্ছিল ৷ ‘আমাদের মহিলাদের গায়ে হাত দিচ্ছিল। আমি গিয়ে বললাম মহিলাদের গায়ে হাত দিচ্ছ কেন। তখন শুভেন্দু টেনে আমায় একটা ঘুষি মারল। শুভেন্দু নিজে আমায় মেরেছে।”

তৃণমূলের দাবি, অসিত মজুমদার, নির্মল মাজি-সহ বেশ কয়েকজন বিধায়ক বিজেপির হামলায় জখম হয়েছেন। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অসিত মজুমদার জানিয়েছেন, তাঁর ডান চোখের নীচের দিকে সপাটে ঘুষি মারা হয়েছে।

তৃণমূল বিধায়ককে ঘুষি মারার অভিযোগে বিধানসভায় সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি ছাড়াও আরও ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ড হয়েছেন বলে খবর । তাঁরা হলেন, মনোজ টিজ্ঞা, শঙ্কর ঘোষ, নরহরি মাহাতো এবং দীপক বর্মন ।

সূত্রের খবর, এদিন বিধানসভার অধিবেশন চলাকালীন রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করেই বচসা শুরু হয়। তৃণমূল ও বিজেপির বিধায়করা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতি শুরু হয় দুই দলের বিধায়কদের মধ্যে। ভরা কক্ষেই তৃণমূল বিজেপির সংঘাতে রণক্ষেত্রের চেহারা নেয় বিধানসভা।

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অভিযোগ করেন, নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা তাঁকে সপাটে ঘুষি মেরেছেন। তাঁর নাকও ফেটে গেছে বলে অভিযোগ। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে অসিত মজুমদারকে কেঁদে ফেলতে দেখা যায়। তৃণমূলের আরও কিছু বিধায়ক আহত হয়েছেন বলে খবর। তাঁদের এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, এদিন বিধানসভা অধিবেশন শুরু হতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। চলতি বিধানসভা অধিবেশনে প্রায় প্রতিদিনই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। আজ পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ওয়েলে নেমে যখন বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান তখন নিরাপত্তারক্ষীদের সঙ্গেও ধস্তাধস্তি বাধে। পরে তৃণমূল বিধায়কদের সঙ্গে হাতাহাতি বাধে। এমনকি বিধানসভায় বিজেপি বিধায়করা ভাঙচুরও চালায় বলে অভিযোগ।

এই গোলমালের জেরেই শুভেন্দুদের সাসপেন্ড করা হয়েছে বলে খবর। বিজেপির তরফে পাল্টা অভিযোগ, শাসকদল পুলিশকে দিয়ে প্রথমে হামলা করিয়েছে। শুভেন্দু বলেছেন, বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। স্পিকারের সামনেই আমাদের মারধর করা হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, বিধানসভার অনেকে আহত হয়েছেন, অধিবেশনের শেষ দিনে এমন ঘটনা প্রত্যাশিত ছিল না।

Previous articleBharat Bandh: দেশব্যাপী বনধে বিক্ষিপ্ত অশান্তি! বাংলা জুড়ে মিশ্র প্রভাব
Next articleসীমান্তে আগুন লাগানো হল পেঁয়াজভর্তি লরিতে ,ক্ষতির অঙ্কটা প্রায় ১০ লক্ষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here