দেশের সময়: জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হুড়োহুড়ির জেরে মথুরায় বঙ্কে বিহারী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় দুই পুণ্যার্থীর। মারাত্মকভাবে জখম হন সাতজন।

গত শনিবারের ওই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করল উত্তরপ্রদেশ সরকার। দুই সদস্যের ওই তদন্তকারী দলে রয়েছেন রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান সুলখান সিং ও আলিগড়ের ডিভিশনাল কমিশনার গৌরব দয়াল।

বৃহস্পতিবার থেকেই তাঁরা তদন্তের কাজ শুরু করে দিয়েছেন। সুলখান সিং বলেছেন, সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। এখনই বলা সম্ভব নয়, ঘটনাটি ঠিক কী ঘটেছিল। তিনি বলেছেন, এলাকায় গিয়ে মানুষজনের কাছ থেকে লিখিত বক্তব্য ও অভিযোগ নেওয়া হচ্ছে। যাঁরা লিখতে পারেন না, তাঁদের হয়ে বক্তব্য লিখে দেওয়ার জন্য চারজনকে রাখা হয়েছে।

দন্তের প্রথম দিন বৃহস্পতিবার পরামর্শ ও অভিযোগ মিলিয়ে ১৮০টি লিখিত বক্তব্য হাতে এসেছে। আশা করছি, ১৫ দিনের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here