Vijay Diwas 2024 : ভারত- বাংলাদেশ সম্পর্কে অবনতি , পেট্রাপোল সীমান্তে কি ভাবে পালিত হল বিজয় দিবস : দেখুন ভিডিও

0
71
অর্পিতা বনিক , দেশের সময়

পেট্রাপোল : এই প্রথম পেট্রাপোল সীমান্তে দুই দেশের মধ্যে পালিত হলো না বিজয় দিবস, সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে পেট্রাপোল সীমান্তের বিএসএফ জওয়ানদের কে সংর্ব্ধনা দেওয়া হয় এদিন ।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর- ৫৩ বছর আগে আজকের দিনেই ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর সামনে মাথানত করেছিল পাকিস্তানি সেনা। সেই ঘটনার ৫৩ বছর পূর্ণ হল। আর সেজন্য আজ বিজয় দিবস উদযাপন করা হয় কলকাতায় তবে পেট্রাপোল সীমান্তে এদিন দেখা গেল না তেমন কোন অনুষ্ঠান I দেখুন ভিডিও

দিনটা ছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। ঘড়ির কাঁটায় তখন ৪ টে ৩১ মিনিট (বাংলাদেশের স্থানীয় সময়)। ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আত্মসমর্পণ করছেন পাকিস্তানের ৯৩,০০০ ফৌজি। ভারতের দাপটে ১৩ দিনের মধ্যেই অস্ত্র নামিয়ে রাখতে বাধ্য হয়েছে পাকিস্তানি বাহিনী। ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার পাশে বসে আত্মসমর্পণের দলিলে সাক্ষর করছেন পাকিস্তানি সেনার ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল এএকে নিয়াজি। 

সেই ঐতিহাসিক মুহূর্তের আজ ৫৩ বছর পূর্ণ হল। ভারতের হাত ধরে সেদিন স্বাধীনতা লাভের পরে অনেক পট পরিবর্তনের সাক্ষী থেকেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্কের রসায়ন পালটেছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অশান্তির আবহের মধ্যে এ বছর ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের জিরো পয়েন্টে পালিত হলো না বিজয় দিবস।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ভারতীয় সেনার সামনে আত্মসমর্পণ করেছিল পাক সেনারা। এরপর থেকে প্রতি বছরই উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোলে নোম্যান্সল্যান্ডে মিষ্টি বিনিময় এর মাধ্যমে বিজয় দিবস পালন করে থাকেন বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। সেই দৃশ্য এবার দেখা গেল না পেট্রাপোল সীমান্তে ।

যদিও সোমবার সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে সীমা সুরক্ষা বলের হাতে মিষ্টি ও ফুল তুলে দিয়ে আজকের দিনটিকে স্মরণ করা হল । উদ্যোক্তাদের দাবি বাংলাদেশকে স্বাধীন করতে ৭১ এর যুদ্ধে ভারতের অনেক সেনা জাওয়ানেরা প্রাণ বলিদান দিয়েছিলেন। বাংলাদেশ তাদের কথা ভুলে গেলেও ভারতবাসী এখনো তাদের কথা স্মরণে রেখেছে। এদিন সকালে পেট্রাপোল সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে ফুল -মিষ্টি তুলে দেওয়া হয়। পাশাপাশি সীমান্তে দাঁড়িয়ে বিভিন্ন দেশাত্ব মূলক গান উৎসর্গ করা হয় শহীদদের উদ্দেশ্যে।
পেট্রাপোল সীমান্ত থেকে অর্পিতা বনিক দেশের সময়

Previous articleহেরোইন ছেড়ে ‘এভেলিন ভেট’  গরুর ওষুধেই এখন নেশা! নতুন এই মাদকে বুঁদ যুবসমাজ
Next articleWeather Update পৌষের উইকেন্ড-এর আনন্দ মাটি করে দেবে আবহাওয়া, বলছে পূর্বাভাস !ডিসেম্বরেই তরতরিয়ে বাড়বে তাপমাত্রা ,শীতের মাঝেই বৃষ্টিতে ভিজবে কোন জেলা ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here