দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার বিকেলে ওপার বাংলায় ভয়াবহ এক ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের। তবে একই সঙ্গে ওই দুর্ঘটনাতেই জন্ম হয় এক শিশু কন্যার।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, শনিবার বিকেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন এক ব্যক্তি। তাঁদের সঙ্গে ছিল তাঁদের মেয়েও। ময়মনসিংহের ত্রিশালায় ডাক্তারের ক্লিনিক থেকে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মৃতদের নাম জাহাঙ্গীর আলম, রত্না আক্তার এবং ছয় বছরের মেয়ে সনজিদা।
কিন্তু জানা গেছে, ওই দুর্ঘটনাস্থলেই জন্ম নিয়েছে শিশুকন্যা। মৃত মহিলার পেট ফেটে বেরিয়ে এসেছে সে। সঙ্গে সঙ্গে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, সে সম্পূর্ণ সুস্থ আছে, হাতে সামান্য চোট লেগেছে মাত্র। এমন ঘটনায় হতভম্ভ সকলেই। একটি মেডিক্যাল বোর্ড গঠন করে সদ্যোজাত মেয়েটির চিকিৎসা করা হবে বলে জানানো হয়েছে।