Trekking:হেঁটে আসুন হিমবাহের মধ্যে , ট্রেকিংয়ের স্বর্গরাজ্য পিণ্ডারী রুট!

0
454

দেশের সময় ওয়েবডেস্ক: পাহাড়ে ঘুরতে যেতে ভালবাসেন অনেকেই।তবে এক শ্রেণির মানুষ আনন্দ পান ট্রেকিং করতে। দুর্গম পথে হেঁটে অ্যাডভেঞ্চার করতে করতে প্রকৃতির শোভা দেখা তাঁদের নেশা।

আপনি যদি সেরকম হন তবে সুখবর আছে। দু’ বছর পর খুলে দেওয়া হয়েছে পিণ্ডারী ট্রেকিং রুট। ভারতে ট্রেকিংয়ের অন্যতম জনপ্রিয় রুট এটি। উত্তরাখণ্ডের পাহাড়ি পথের সঙ্গে বাড়তি আকর্ষণ হিমবাহের মধ্যে দিয়ে চলা, যার টানে প্রতি বছর বহু মানুষ পিণ্ডারীতে ট্রেক করতে আসেন।

কোভিডের জন্য দু’ বছর বন্ধ ছিল এই রুট। এর সঙ্গে বন্ধ ছিল কাফনি এবং সুন্দরধুনগা। এ বছর খুলে দেওয়া হল তিনটে ট্রেকিং রুটই। এদের মধ্যে পিণ্ডারী অপেক্ষাকৃত সহজ রুট এবং সেই সঙ্গে বেশি জনপ্রিয়ও।

কোভিডের আগের বছরেও প্রায় সাড়ে তিন হাজার মানুষ এই রুটে ট্রেক করতে এসেছিলেন। তারপর কালান্তক অতিমারির প্রকোপে বন্ধ ছিল তা। এবার পর্যটন দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হল, ১৫ এপ্রিল থেকে ১৫ জুন খোলা থাকবে পিণ্ডারী রুট, কাফনি এবং সুন্দরধুনগা। বর্ষায় বন্ধ, ফের ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর খোলা হবে।   

Previous articleBarrackpore news: সন্ন্যাসের উদ্দেশে যাত্রা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর? চিন্তায় ঘুম উড়েছে পরিবারের
Next articleWeather Update: গরম থেকে স্বস্তি! আজই ঝেঁপে বৃষ্টি বঙ্গে, আবহাওয়ার আপডেট জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here