দেশের সময় ওয়েবডেস্ক: পাহাড়ে ঘুরতে যেতে ভালবাসেন অনেকেই।তবে এক শ্রেণির মানুষ আনন্দ পান ট্রেকিং করতে। দুর্গম পথে হেঁটে অ্যাডভেঞ্চার করতে করতে প্রকৃতির শোভা দেখা তাঁদের নেশা।
আপনি যদি সেরকম হন তবে সুখবর আছে। দু’ বছর পর খুলে দেওয়া হয়েছে পিণ্ডারী ট্রেকিং রুট। ভারতে ট্রেকিংয়ের অন্যতম জনপ্রিয় রুট এটি। উত্তরাখণ্ডের পাহাড়ি পথের সঙ্গে বাড়তি আকর্ষণ হিমবাহের মধ্যে দিয়ে চলা, যার টানে প্রতি বছর বহু মানুষ পিণ্ডারীতে ট্রেক করতে আসেন।
কোভিডের জন্য দু’ বছর বন্ধ ছিল এই রুট। এর সঙ্গে বন্ধ ছিল কাফনি এবং সুন্দরধুনগা। এ বছর খুলে দেওয়া হল তিনটে ট্রেকিং রুটই। এদের মধ্যে পিণ্ডারী অপেক্ষাকৃত সহজ রুট এবং সেই সঙ্গে বেশি জনপ্রিয়ও।
কোভিডের আগের বছরেও প্রায় সাড়ে তিন হাজার মানুষ এই রুটে ট্রেক করতে এসেছিলেন। তারপর কালান্তক অতিমারির প্রকোপে বন্ধ ছিল তা। এবার পর্যটন দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হল, ১৫ এপ্রিল থেকে ১৫ জুন খোলা থাকবে পিণ্ডারী রুট, কাফনি এবং সুন্দরধুনগা। বর্ষায় বন্ধ, ফের ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর খোলা হবে।