প্রতি বছরই বিশ্ব নারী দিবসে এক পদযাত্রার আয়োজন করে তৃণমূল মহিলা কংগ্রেস। একাধিকবার অংশ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের ৫০ বছরে ‘দিদি বাংলার ঘরে ঘরে…’ এবার এই স্লোগানকে সামনে রেখে ময়দানে তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল।
শনিবার বিকেল চারটের সময় হবে এই মিছিল। এ ছাড়া জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছে শাসক দলের মহিলা সংগঠন। প্রসঙ্গত মহিলা ভোট সাম্প্রতিক সমস্ত ভোটে তৃণমূল কংগ্রেসকে বিপুল সমর্থন দিয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে মহিলাদের সামাজিক পরিষেবা ইস্যুকে সামনে রেখেই কর্মসূচি তৃণমূলের। বঙ্গ বিধানসভা ভোটের আবহে এই পদযাত্রা একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য বহন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের বহু মহিলারই ‘কাছের মানুষ’। আর এই মহিলা ভোট যে তৃণমূলের একটা বড় ভরসা, সে কথা বলাই বাহুল্য। লক্ষ্মীর ভাণ্ডার থেকে, রূপোশ্রী, কন্যাশ্রী। মহিলাদের জন্য একের পর এক প্রকল্প তৃণমূলের অন্যতম হাতিয়ার।

আন্তর্জাতিক মহিলা দিবসেও তাই রাজ্যের মহিলাদের কাছাকাছি পৌঁছনোর বিশেষ কর্মসূচি নিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল। টার্গেট মহিলা ভোট৷রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরিতে বিশেষ দিনটিকেই বেছে নিয়েছে তৃণমূল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় নারী সুরক্ষা এবং নারী উন্নয়নে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, এই কর্মসূচিতে সেই বিষয়টিও তুলে ধরার কথা তাঁদের।

নারীশক্তিকে সামনে রেখেই এবারের ভোটযুদ্ধে নামতে চায় তৃণমূল। দলের সমস্ত নির্বাচনী প্রচারে এগিয়ে রাখা হচ্ছে মহিলা সদস্যদেরই। কারণ, দলের মূল চালিকাশক্তিই নারী। সকলের ‘কাছের মানুষ’, ‘জননেত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের এক বছর আগে মহিলা মহলে জনসংযোগের জন্য এই দিনটির পূর্ণ সদ্ব্যবহার করবেন রাজ্যের শাসক দলের মহিলা সংগঠন এমনই ধারণা ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যেই একাধিক কর্মসূচি গ্রহণ করে ময়দানে নেমে পড়েছে শাসক দল। আগামী শনিবার জনসংযোগে আরও এক ধাপ এগোতে চায় শাসক দল।
