TMC Meeting at Netaji Indoorআজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের ‘মেগা ইভেন্ট’, রাজ্যের বুথে-বুথে বসছে জায়ান্ট স্ক্রিন  , দলনেত্রীর বার্তা শোনার অপেক্ষায় নেতা-কর্মীরা

0
6

বছর পেরোলেই রাজ্যের বিধানসভা ভোট । সেই নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে  এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠক উপস্থিত থাকবেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা। কী বার্তা দেন তৃণমূল নেত্রী, তা শোনার অপেক্ষায় সকলে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সামগ্রিক কৌশল নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য কনভেনশনের বক্তব্য যাতে বুথ স্তরের দলীয় কর্মীরাও দেখতে পান তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ থেকে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি সমস্ত শাখা সংগঠনের জেলা পর্যায়ের নেতৃত্ব আগামী বৃহস্পতিবার ইনডোরে আসছেন। সব মিলিয়ে ১৯ হাজারের বেশি প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে আসছেন। তাই ইনডোরের চারপাশ ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে ২০টির বেশি জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মঞ্চ থেকে বক্তৃতা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁরা ছাড়া মঞ্চ সঞ্চালনা করতে গিয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সী দু-চার কথা হয়তো বলতে পারেন। এই অনুষ্ঠানের জন্য বুধবার সন্ধে থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঞ্চ সজ্জার কাজ চলেছে জোরকদমে। যদিও মঞ্চের ছবিতে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মিসভার পোস্টার, ব্যানারে অভিষেকের ছবি নেই।

সূত্রের খবর, দলের বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, শাখা সংগঠনের প্রধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদের এই বৈঠকে ডাকা হয়েছে। গত নভেম্বরে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা ঘোষণা করেছিলেন যে, দলের সমস্ত স্তরের নেতাদের নিয়ে তিনি আলোচনা করবেন। তবে বিধানসভার বাজেট অধিবেশনের কারণে সেই বৈঠক কিছুটা পিছিয়ে যায়। অবশেষে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হচ্ছে।

সূত্রের খবর, জেলায় জেলায় বিভিন্ন তৃণমূল কংগ্রেস অফিসে নেত্রীর বক্তব্য সরাসরি জায়ান্ট স্ক্রিনে এলাকার সাধারণ কর্মীদের দেখানোর ব্যবস্থা করছে সেখানকার দলীয় নেতৃত্ব। সকাল ১১টায় প্রতিনিধি সম্মেলন শুরু হবে, দুপুরেই নেত্রীর বক্তব্য দিয়েই শেষ হবে। মূল লক্ষ্য, দূরের জেলা থেকে আসা প্রতিনিধিরা যাতে ওই দিনই বাড়ি ফিরে যেতে পারেন। আজ, বুধবার থেকে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা কলকাতা পৌঁছে তৃণমূল ভবনে যোগাযোগ করে ডেলিগেট কার্ড সংগ্রহ করছেন।

দলের তরফে মঙ্গলবার রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ রাজ্য নেতৃত্ব নেতাজি ইন্ডোরে গিয়ে মূল মঞ্চ এবং বিভিন্ন স্তরের জন প্রতিনিধিদের বসার শ্রেণিবিন্যাস করে নিয়েছেন। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জেলা সভাপতি এবং শাখা সংগঠনের রাজ্য নেতৃত্ব কোথায় বসবে তা-ও চিহ্নিত করে দিয়েছেন সুব্রত বক্সি। এদিকে দলের জেলা সভাপতিদের এদিনই রাজ্য তৃণমূল সভাপতির তরফে নির্দেশ পাঠিয়ে জানানো হয়েছে, আগের প্রতিনিধি তালিকার পাশাপাশি এসসি ও ওবিসি সেল, এসটি সেল, সংখ্যালঘু সেল, কিষান খেতমজুর সেল, কলকাতার তৃণমূল-যুব, মহিলা, আইএনটিটিইউসির সভাপতিরা প্রতিনিধি হয়ে আসবেন। এছাড়াও তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, রাজ্য শিক্ষা সেল, আইএনটিটিইউসি, এসসি-এসটি-ওবিসি, কিষান খেতমজুর, সংখ্যালঘু সেল, মিডিয়া সেল, আইটি সেলের রাজ্য কমিটির সকল সদস্যই প্রতিনিধি হয়ে ইনডোরে ঢুকতে পারবেন।

এ বছরের পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারের আগামী এক বছরের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। এবার সেই রূপরেখা বাস্তবায়নের দিকনির্দেশনা দিতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। তবে মঞ্চে অভিষেকের ছবি না থাকাটা কি কোনও বার্তাবহণ করছে?

কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, যে মতান্তরের ক্ষেত্র তৈরি হয়েছিল, তার পুরোটা ঠিক না হলেও কিছু বিষয়ে দুজনেই সহমত হয়েছেন। এ ব্যাপারে গত পক্ষকালে একাধিকবার মমতা-অভিষেকের বৈঠক হয়েছে। মাঝে গত সপ্তাহে একবার আই-প্যাকের প্রতীক জৈনকে ডেকেও কথা বলেছেন দিদি। তারপরই নেতাজি ইন্ডোরের মিটিং ডাকা হয়েছে। তাই এই মিটিংয়ে অভিষেক ও মমতার বক্তৃতার মধ্যে একটা তালমিলও দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে, এই বৈঠক থেকে বেশ কিছু রদবদল হতে পারে। ইতিমধ্যে তৃণমূলের শিক্ষক সংগঠন ও অধ্যাপক সংগঠনে বদল আনা হয়েছে। দলীয় সূত্রে খবর, কিছু পুরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদেও পরিবর্তন আসতে পারে। দলের একাংশের মতে, মার্চের প্রথম সপ্তাহেই সাংগঠনিক রদবদল সম্পন্ন করা হতে পারে। সেই সিদ্ধান্তই বৈঠকে গৃহীত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এর আগে শেষবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত কর্মিসভা হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। তার পর থেকে ১ বছর ৩ মাস অতিবাহিত। ঘটনাচক্রে সেই সভাতেও অভিষেকের কোনও ছবি ছিল না। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন না। মমতা অবশ্য জানিয়েছিলেন, চোখের চিকিৎসার জন্য অভিষেক হাসপাতালে ছিলেন।

Previous articleMamata Banerjee’s photo on indoor stage ইন্ডোরের তৃণমূলের মঞ্চে শুধুই দিদির ছবি , ‘বাদ’ অভিষেক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here