Lok sabha election 2024 TMC candidate list
দেশের সময় কলকাতা : বেনজির সিদ্ধান্ত মমতার।প্রথমবার ব্রিগেড থেকে ২০২৪ সালের লোকসভা ভোটের প্রার্থিতালিকা ঘোষণা করবেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের ‘জনগর্জন সভা’ থেকে রবিবার প্রার্থীদের নাম ঘোষণা করেন মমতা। ক’দিন আগে বিজেপি রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থিতালিকা ঘোষণা করেছিল। রবিবার তৃণমূল ৪২টি আসনেরই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল।
তবে রাজনৈতিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেই সভা ব্রিগেডে ছিল না। ৯৮ সালের লোকসভা ভোটের প্রার্থী তালিকা জনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন মমতা। সেবার এনডিএ-র সঙ্গে জোট ছিল। মনীন্দ্র কলেজের সামনে জনসভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন দিদি।
এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন তৃণমূল নেত্রী। কিন্তু এ বার তাতেও ব্যতিক্রম। নজিরবিহীন ভাবে, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, বাংলার ৪২টি আসনের পাশাপাশি মেঘালয়ের তুরা এবং অসমেও দু’টি আসনে প্রার্থীদের নাম ব্রিগেড থেকেই ঘোষিত হবে।
বিজেপি প্রথম দফায় যে ২০ জনের নাম ঘোষণা করেছিল, তার মধ্যে আসানসোল আসনে নাম ঘোষিত হয়েছিল ভোজপুরি গায়ক, নায়ক পবন সিংহের। কিন্তু নাম ঘোষণার পরের দিনই তিনি সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দেন, আসানসোলে তিনি বিজেপি প্রার্থী হচ্ছেন না। পবন নাম তুলে নেওয়ার পর এখনও পর্যন্ত আসানসোলে বিকল্প প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। এই প্রেক্ষিতে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে চলেছে তৃণমূল।
তৃণমূলের বর্তমান সাংসদদের মধ্যে একমাত্র নুসরত জাহান ও চৌধুরী মোহন জাটুয়া সম্ভবত প্রার্থী হবেন না। তালিকায় অন্তত ১৮ থেকে ১৯ জন মহিলা প্রার্থীর নাম থাকবে। সেই সঙ্গে থাকবে অন্তত ২০ থেকে ২৪ টি একেবারে নতুন মুখ।
তার মধ্যে দুটি মুখ কলকাতার বাইরের। একটি মুখ সম্ভবত কীর্তি আজাদ। দ্বিতীয় মুখটি এখনও রহস্যে মাখা ও ঢাকা। তবে সেই রহস্যের উন্মোচন হয়ে যাবে দুপুর ২টোর মধ্যেই।
এখন কৌতূহলের বিষয় হল, কে কোথায় কোন আসনে প্রার্থী হবেন, কারা বাদ যাবেন?