দেশের সময় বনগাঁ:তীব্র দাবদাহে জ্বলছে গোটা রাজ্য তথা দেশ। আর এমনই পরিস্থিতিতে দেশজুড়ে ভোটের লড়াই শুরু হয়েছে। ফলে প্রচন্ড গরমকে উপেক্ষা করেই ভোটপ্রার্থী থেকে শুরু করে দলীয় কর্মীরা নেমে পরেছেন ভোট প্রচারে। বনগাঁও তার ব্যতিক্রম নয়।
রবিবার ছুটির দিনে জনসংযোগের মাধ্যমে এদিন সকালে ভোটপ্রচার সারলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস।
এদিন সকাল ৮ টা নাগাদ দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে বনগাঁ নিউ মার্কেটে হাজির হন বিশ্বজিৎ দাস। সঙ্গে ছিলেন আইএনটিটিইউসির বনগাঁ জেলা সভাপতি নারায়ণ ঘোষ সহ অন্যান্যরা।
প্রথমে সবজি বাজার এবং পরে মাছ বাজার এলাকায় ঘুরে ঘুরে ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে হাত মিলিয়ে তাঁদের সমস্যার কথা শুনে তৃণমূলের পক্ষে ভোটদানের আবেদন জানান।
প্রচারের ফাঁকেই বাড়ির জন্য ব্যাগে করে বিভিন্ন সবজিও কিনে নেন। এরই মধ্যে একফাঁকে চায়ের দোকানে বসে চা খেতে খেতে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন।চায়ের আসরের মাধ্যমেই একপ্রকার চলে ভোটপ্রচার।
এরপর রেল বাজার এলাকায় ভোট প্রচার শুরু করেন ততক্ষণে সূর্য মধ্যগগনে । হুহু করে চড়ছে পারদ । গরমে নাজেহাল মানুষ । তবু রুটি রুজির টানে তীব্র তাপদাহ কে উপক্ষা করে রাস্তা দিয়ে কাজের তাগিদে ছুটছেন সাধারণ মানুষ । সেই সব পথ চলতি মানুষের কাছে পৌঁছে যান তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তাঁদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় সমস্যা শুনে ঠান্ডা পানীয় জল খাওয়ান।
বিশ্বজিৎ দাস বলেন,’ জলই জীবন’। রবিবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। লাল সতর্কতা। সবজি থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটলেও কেন্দ্র সরকার মূল্য নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থাগ্রহণ করছে না। ফলে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছে । তার উপরে রবিবারও তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরমে জ্বলছে জেলার মানুষ । তাই আজ প্রচারের মাঝে পথ চলতি তৃষ্ণার্তদের মধ্যে ঠান্ডা জল দান করেছি।’