TMC: আজ ‘খেলা হবে দিবস’ থেকেই পথে নামছে তৃণমূল ! শুভেচ্ছা জানিয়েছেন মমতা

0
995

দেশের সময় ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগেই মঞ্চে দাঁড়িয়ে জানিয়েছিলেন, ১৬ আগস্ট, খেলা হবে দিবস থেকেই পথে নামছে তৃণমূল কংগ্রেস।

তিনি বলেছিলেন, রাস্তাই দেখাবে রাস্তা। রাস্তায় নামতেই হবে। ১৬ আগস্ট খেলা হবে দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ রাজ্যের একাধিক জায়গায় মিটিং-মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। নিজের সামাজিক মাধ্যমে খেলা হবে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

গত কয়েকদিনে তৃণমূলের দুই হেভিওয়েট নেতা গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। দুর্নীতি থেকে গ্রেপ্তারি, উঠে আসা সমস্ত অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে সুর চড়িয়েছেন। সোজা প্রশ্ন করে জানতে চেয়েছেন, কেন গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ইতিমধ্যে যুব তৃণমূল পথে নেমেছে ইডি-সিবিআই এর তদন্তের নিরপেক্ষতা নিয়ে।

আজ খেলা হবে দিবস থেকে ফের রাস্তায় নামছে তৃণমূল। সুপ্রিমোর কথা মতোই আজ থেকেই রাজ্য জুড়ে মিছিল, প্রতিবাদ সভা করবেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আগামী মাসের শুরুতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous articleDrama:গোবরডাঙা রূপান্তরের ওপেন এয়ার থিয়েটার ফেস্টিভ্যাল
Next articleস্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দিল ভারত সেবাশ্রম সঙ্ঘ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here