গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৩দিন ব্যাপী এক জাতীয় নাট্যমেলার আয়োজিত হয়েছিল উত্তর ২৪ পরগনার গাঁড়াপোতায় শপ্তকের উদ্যোগে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ২৬ বর্ষ নাট্যমেলার (26th Drama Festival, 2024-2025) ২য় পর্বের ১ম দিনের নাট্যমেলাযর উদ্বোধন করেন ডঃশক্তি রায়চৌধুরী ।
বাদল সরকার রচিত উঠোন নাটক এবং বনগাঁ ধূলাউড়ানিয়া প্রযোজিত “ভুল রাস্তা” ও আন্তর্জাতিক ক্যারাটে ফেডারেশন এর “মার্শাল আর্ট” দিয়েই মূল অনুষ্ঠানের সূচনা হয়েছিল। সেই সঙ্গে এদিন গাঁড়াপোতা শপ্তকের সদস্য ইন্দ্র গান অনুষ্ঠিত হয়। দেখুন ভিডিও
এ ছাড়া শান্তিপুর উপাশনা প্রযোজিত “রিদম স্পিক “, এবং ডঃ শক্তি রায়চৌধুরী নির্দেশিত ও অভিনীত “আজ কি শকুন্তলা” সহ গাঁড়াপোতা শপ্তকের প্রযোজিত নাটক ” সত্যি ভূতের গল্প ” মঞ্চস্থ হয়।
২য় দিনে গাঁড়াপোতা শপ্তক প্রযোজিত “ম্যাজিক শো” ও নাটক “একটা শরীর ” অনুষ্ঠিত হয় প্রযোজনায় ছিল হেলেঞ্চা সংশপ্তক।
এরপর মূল মঞ্চে প্রথম নাটক এবং একলব্য প্রযোজিত “মোল্লা নাসিরুদ্দিন”। দ্বিতীয় নাটক নিউ ব্যারাকপুর দৃশ্যান্তনের “ভোমর”। ঐদিনের তৃতীয় ও চতুর্থ নাটক গাঁড়াপোতা শপ্তকের “বেহুলা ভাসান ” ও “দেবী” দর্শকদেরকে মুগ্ধ করে।
২৯ ডিসেম্বর অর্থাৎ অন্তিম দিনে মাইম: পরশ সোস্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন প্রযোজিত “We Want Justice” এবং বনগাঁ ছন্নছাড়া প্রযোজিত নাটক “আর কবে”। মূল মঞ্চে অনুষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ নাটক “দে এন্ড মাই ডাইরী” প্রযোজনা সবুজ সংস্কৃতি কেন্দ্র । দ্বিতীয় নাটক “অশ্বথামা” প্রযোজনা পাথারকান্দি নাট্যজন, আসাম। তৃতীয় ও চতুর্থ প্রযোজনা গাঁড়াপোতা শপ্তকের হিন্দি নাটক পিটনে, পিটনে মেঁ ফর্ক” ( নাটক: হরিশঙ্কর পরসাই, রুপান্তর: ডঃ দেশরাজ মীনা)। “টুনটুনি লো” (গল্প: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, নাট্যরূপ: সৌমিত্র বসু)।
সব মিলিয়ে তিন দিনে মোট ১৮টি পারফরমেন্স হয়েছিল, এর মধ্যে ৬টি উঠোনে এবং বাকিগুলি মূল মঞ্চে মঞ্চস্থ হয়েছিল। ছিল ১১টি আমন্ত্রিত প্রযোজনা। ২৬ বর্ষ নাট্যমেলায় অর্থনৈতিক সহযোগিতা করেছে সংস্কৃতি মন্ত্রালয়, ভারত সরকার।