নাটকের শহর নামে পরিচিত গোবরডাঙা ।আর এই শহর জুড়ে হয়েছে একাধিক নাট্য সংস্থা।
22 মে গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে গাঁড়াপোতা শপ্তক নাট্য সংস্থা আয়োজিত ২৬ তম নাট্য মেলার প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হল। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন ড: শুভ জোয়ারদার , ভূমিসুতা দাস, লোপামুদ্রা গুহনিয়োগী। দেখুন ভিডিও
বুধবার বিকালে” থিয়েটারে শিল্পীর শরীরই হল পুঁজি, বাকিটা ইন্টারেস্ট” – এই শিরোনামে একটি
সেমিনার দিয়ে নাট্য মেলার মূল অনুষ্ঠান শুরু হয় ।
এছাড়া বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে দেবী, নন থিয়েট্রিক্যাল,বাঁশিওয়ালা ,সুরের তরোয়াল,কৃষ্ণা’র মতো বিভিন্ন নাটক ।
ইন্টারনেট, মোবাইলের যুগে নাটক দেখার মতো দর্শকের অভাব ক্রমশ বেড়েছে। নাটকের পালা নামাতে গিয়েও বারবার তৈরি হয়েছে নানা রকম আর্থিক সমস্যা। তার পরেও এত বছরের ধারাবাহিকতা ধরে রাখার কৃতিত্বের সাক্ষর তুলে ধরল ‘গাঁড়াপোতা শপ্তক নাট্যসংস্থা’।