Tanishq- Mia : কলকাতায় তানিষ্ক- মিয়া দুটি এক্সক্লুসিভ রিটেইল আউটলেট চালু করল রথ যাত্রায়,উদ্বোধনের মঞ্চে নুসরাত

0
716

অর্পিতা বনিক ,কলকাতা: ভারতের অন্যতম ফ্যাশনেবল জুয়েলারি ব্র্যান্ড, কলকাতায় দুটি রিটেইল স্টোর চালু করেছে। টলিউড অভিনেত্রী নুসরাত জাহান এবং টাইটান কোম্পানি লিমিটেডের তানিষ্কের বিজনেস হেড মিয়া শ্যামলা রামানান স্টোর গুলো উদ্বোধন করেন। নতুন স্টোরের উদ্বোধন উদযাপনের জন্য, তানিষ্কের মিয়া(Tanishq- Mia) নির্বাচিত মিয়া পণ্যগুলিতে ২০% পর্যন্ত ছাড়ের উদ্বোধনী অফারও ঘোষণা করেছে। অফারটি পয়লা জুলাই থেকে ৩ রা জুলাই ২০২২ পর্যন্ত থাকছে ৷

৫০০বর্গফুট জুড়ে বিস্তৃত প্রথম স্টোরটি GA, গ্রাউন্ড ফ্লোর, রেশমি টাওয়ার 159/1, যশোর রোড, কলকাতায় এবং দ্বিতীয় স্টোরটি মিয়া বাই তানিষ্ক, ইউনিট 0004, ব্লক-এ, গ্রাউন্ডে অবস্থিত। ফ্লোর, সিটি সেন্টার 2, নিউ টাউন রাজারহাট, কলকাতা। এই দোকানগুলি স্টাড, আঙুলের আংটি, ব্রেসলেট, দুল এবং নেকওয়্যারের ভাণ্ডার জুড়ে স্বর্ণ, হীরা এবং রঙিন পাথরে অনন্যভাবে কারুকাজ করা ট্রেন্ডি, জনপ্রিয় এবং আধুনিক(Tanishq- Mia )ডিজাইনের সম্ভার রয়েছে।

এই অনুষ্ঠানে বক্তৃব্য রাখতে গিয়ে, মিসেস শ্যামলা রমনন, বিজনেস হেড – মিয়া বাই তানিষ্ক, বলেন, “আমরা কলকাতায় তানিষ্কের খুচরা ফুটপ্রিন্টের মাধ্যমে মিয়া বাড়ানোর জন্য উচ্ছ্বসিত। মিয়া (Tanishq- Mia) বিশেষ ভাবে ডিজাইন করা সূক্ষ্ম জুয়েলারি ব্র্যান্ড যা আজকের তরুণ আধুনিক মহিলার সাথে মানসিকভাবে সংযোগ স্থাপন করতে চায়। আমরা সেইসব নারীদের পূরণ করি যারা নিজেদের প্রকাশ করার মাধ্যম হিসেবে গয়না পরে। এবং আমরা সকলেই জানি যে কলকাতার মহিলারা সবচেয়ে প্রগতিশীলদের মধ্যে রয়েছেন। আজ, সারা দেশে মহিলারা গহনাগুলির জন্য অবিরাম সন্ধান করছেন যা তাদের প্রবণতা বৃদ্ধি করে এবং তাদের ব্যক্তিত্বের প্রতিফলন। এই স্টোরের মাধ্যমে গ্রাহকদের ট্রেন্ডি ডিজাইন এবং তারুণ্যময় কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করাই আমাদের প্রচেষ্টা।”

Previous articleRATH YATRA 2022: আধুনিকতায় পাল্টে যাচ্ছে বনগাঁর রথের মেলা, হারিয়ে যাচ্ছে ঐতিহ্য: দেখুন ভিডিও
Next articleManipur Landslide: ‘ভয়ঙ্কর বিপর্যয়’ মণিপুরে ভয়াবহ ধসে মৃত ৮১ জনের মধ্যে রয়েছে বনগাঁর এক যুবক ! এখনও নিখোঁজ ৫৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here