T MC : অধীর গড়ে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল!

0
298

দেশের সময় ,কলকাতা: রাজ্য জুড়ে প্রতি বিধানসভায় বিজয়া সম্মিলনীর তালিকা প্রকাশ করেছে তৃণমূল। কিন্তু সেই তালিকায় নজর কেড়েছে মুর্শিদাবাদ। এবার বিজয়া সম্মিলনীকে জনসংযোগের হাতিয়ার করল তৃণমূল।

কারণ বহরমপুরে ব্লক ধরে ধরে বিজয়া সম্মিলনী কর্মসূচি নেওয়া হয়েছে। এটার কী কারণ? এত নিবিড় জনসংযোগ কেন? রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে হারাতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। রয়েছে বড় কোনও পরিকল্পনা।

তৃণমূলের প্রকাশিত তালিকা অনুযায়ী, কেবল বহরমপুরেই ২৬টি বিজয়া সম্মিলনী হবে। পুজোর পর জন সংযোগের মডেল এবার বিজয়া সম্মেলনও। রাজনৈতিক মহল মনে করছে, কেন্দ্রের বঞ্চনা, রাজ্য বিজেপির বাংলার প্রতি অসহিষ্ণুতা, এই সব বিষয় নিয়েই মিষ্টি নোনতা সহযোগে আলোচনা করবে তৃণমূল নেতৃত্ব ।

রাজ্য জুড়ে প্রতি বিধানসভায় হবে এই বিজয়া সম্মিলনী ।
একটা বিষয় নজর কাড়ার মতো। তৃণমূল যে তালিকা প্রকাশ করেছে তাতে বহরম পুর লোকসভা কেন্দ্র জুড়ে ২৬ টি বিজয়া সম্মিলনী। বহরমপুরে যে নিবিড় জনসংযোগ করার চেষ্টা চলেছে, এমনভাবে তা বাকি কোনও লোকসভার ক্ষেত্রে হয়নি।

অধীরের কেন্দ্রে এমন নিবিড় জন সংযোগ রাজনৈতিক মহলে চর্চার বিষয় বইকি! ‘২৪ এর নির্বাচনের আর বেশি সময়ের ব্যবধান নেই। সাগরদিঘির উপানির্বাচনের পরই প্রদেশ কংগ্রেস সভাপতিকে রীতিমতো তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়তে দেখা গিয়েছিল।

অধীর চৌধুরীর চ্যালেঞ্জ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়ে জিততে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সেই চ্যালেঞ্জ কার্যত গ্রহণ করেছিলেন অভিষেক।

তৃণমূলের নবজোয়ার যাত্রায় মুর্শিদাবাদ ছাড়ার আগে অধীরের চ্যালেঞ্জ গ্রহণ করেন অভিষেক। তিনি বলেছিলেন, “বহরমপুর তৃণমূলের জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি বহরমপুরের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম।” রাজনৈতিক মহলের ব্যাখ্যা, অধীরকে হারাতে জোরদার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। তাই অধীর কেন্দ্রে তৃণমূলের এমন তৎপরতা অবশ্যই চোখে পড়ার মতো।

যদিও অভিষেক বহরমপুর থেকে যে ভোটে লড়ছেন, তার এমন কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। রাজনৈতিক মহলে কিছু চাপা গুঞ্জন রয়েছে বটে। তবে তৃণমূলের বিজয়া সম্মিলনীর বহর দেখে প্রশ্ন তুলছে অনুসন্ধিৎসু মহল ।

পাশাপাশি জেলাওয়াড়ি বিজয়া সম্মিলনীর পর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি কেন্দ্রীয়ভাবে বিজয়া সম্মিলনী র আয়োজন করছে তৃণমূল। যে সভার মুখ্য বক্তা থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা নিয়ে এখনও দলের তরফে কিছু জানানো হয়নি । কোনও নেতাদের কাছে দলের এই মর্মে কোনও বার্তা নেই বলে সূত্রের খবর। তবে ইন্ডোরে আগামী ১৬ নভেম্বরের সভা ঘিরে চর্চা তুঙ্গে।

Previous articleHalloween 2023: Know History, Significance Of This Spooky Festival: Watch the video
Next articleBirbhum News: লক্ষ্মীপুজোর ভোগের খিচুড়ি খেয়ে রাজনগরে অসুস্থ অন্তত ১৫, শিশু-সহ মর্মান্তিক মৃত্যু ২ জনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here