দেশের সময় ওয়েডেস্কঃ ২০২৩ সালের রাজ্য সরকারি ক্যালেন্ডার প্রকাশ পেল আজ, সোমবার। ক্যালেন্ডার দেখেই সবার আগে ছুটির হিসেব করছেন কর্মীরা। দেখা যাচ্ছে, জানুয়ারি মাসেই রবিবার বাদে রাজ্য সরকারি কর্মচারীদের মোট ছুটি রয়েছে ৪ দিন। বাকি কোন মাসে কতগুলো দিন ছুটি, রইল তালিকা।
ফেব্রুয়ারি- ২ দিন
মার্চ- ২ দিন
এপ্রিল- ৬ দিন
মে- ৩ দিন
জুন- ২ দিন
জুলাই- ১ দিন
অগাস্ট- ২ দিন
সেপ্টেম্বর- ২ দিন
অক্টোবর (দুর্গাপুজো)- ১১ দিন
নভেম্বর- ৬ দিন
ডিসেম্বর- ১ দিন